অমিত জানাঃ হাওড়াঃ ভোটের আগে এবার বোমা উদ্ধারের ঘটনায় হাওড়ার
নিশ্চিন্দায় চাঞ্চল্য ছড়ায়।
বিধানসভা নির্বাচন এসেছে। সব রাজনৈতিক দল প্রচার অভিযানে নেমেছে। হাওড়ার ১৬ টি বিধানসভা কেন্দ্রের মধ্যে ২০২১ এর নির্বাচনে হাই ভোল্টেজ কেন্দ্র ডোমজুড়। কারণ এই কেন্দ্রে বিজেপির হেভিওয়েট প্রার্থী রাজীব ব্যানার্জি। তাঁর বিপরীতে তৃণমূল কংগ্রেসের হয়ে কল্যাণ ঘোষ প্রতিদ্বন্দ্বিতা করছেন। আর সেই কেন্দ্রের নিশ্চিন্দায় শুক্রবার বোমা ভর্তি ব্যাগ উদ্ধার করল পুলিশ।
Sponsored Ads
Display Your Ads Hereহাওড়ার নিশ্চিন্দা থানার অন্তর্গত বীরেন দাস কলোনীর ঝিল পাড়ে একটি লালব্যাগের মধ্যে তিন থেকে চারটি তাজা বোমা পাওয়ার ঘটনায় এলাকায় চাঞ্চল্য ছড়ালো। ভোটের আগে এই ঘটনায় এলাকার মানুষের মনে আতঙ্ক ছড়িয়েছে। কে বা কারা এই ঘটনায় জড়িত পুলিশ তা তদন্ত করে দেখছে।
স্থানীয় বাসিন্দা অজয় নন্দী জানান, “এলাকায় ব্যাগটি পড়ে থাকতে দেখে তার সন্দেহ হওয়ায় তিনি নিশ্চিন্দা থানায় খবর দেন। পুলিশ এসে বোমাগুলি নিয়ে যায়”। তিনি আরো বলেন, “এই ঘটনার জন্য এখানকার সবাই শঙ্কিত। গত দশ বছরে এখানে এরকম ঘটনা ঘটেনি। এই প্রথম এখানে এরকম ঘটনা ঘটল”।