সব্যসাচী মজুমদারঃ জলপাইগুড়িঃ এক রাতের মধ্যে জলপাইগুড়ি শহরের একাধিক দোকানে চুরির অভিযোগ উঠল। কোথাও তালা ভেঙে চুরি হলো কোথাও বা টিন কেটে চুরি হলো। বার বার জলপাইগুড়ি শহরের চুরির ঘটনায় রীতিমতো চাঞ্চল্য ছড়িয়েছে।
জানা গিয়েছে, গভীর রাতে জলপাইগুড়ি শহরের মোট পাঁচটি দোকানে চুরির ঘটনা ঘটে। পান্ডার পাড়ার মোবাইল, মুদি ও গালামালের দোকানের চুরি হয়। অন্যদিকে গোমস্ত পাড়ার একটি সারের দোকানেও চুরি হয়। কোথাও দোকানের টিন কেটে আবার কোথাও বা লোহার রড দিয়ে তালা ভেঙে চুরির অভিযোগ উঠেছে। এদিকে দুষ্কৃতীদের ছবি সিসি ক্যামেরার ফুটেজে উঠে এসেছে।
Sponsored Ads
Display Your Ads Hereসারের দোকান থেকে প্রায় ৬০-৭০ হাজার টাকা খোয়া গিয়েছে। অপরদিকে অন্যান্য দোকানের জিনিস সহ টাকাও চুরি হয়ে যায়।
একাধিকবার চুরির ঘটনায় পুলিশের নিরাপত্তা নিয়ে প্রশ্ন উঠেছে। জলপাইগুড়ি শহরে মাঝে মধ্যে চুরির অভিযোগ তুলে দ্রুত দুষ্কৃতীদের গ্রেপ্তারের দাবী নিয়ে ব্যবসায়ীরা কোতোয়ালি থানার দ্বারস্থ হলেন।
Sponsored Ads
Display Your Ads Hereঘটনার খবর পেয়ে কোতোয়ালি থানার পুলিশ তদন্তে নেমেছে। পুলিশের দাবী অভিযুক্তদের খোঁজে তল্লাশি শুরু হয়েছে। এদিকে বার বার চুরির ঘটনায় রীতিমতো আতঙ্কে রয়েছেন ব্যবসায়ীমহল।