রাজ খানঃ বর্ধমানঃ গতকাল পথ দুর্ঘটনায় এক যুবকের মৃত্যুর জেরে পূর্ব বর্ধমানের গুসকরা ধাড়াপাড়া এলাকায় প্রচণ্ড উত্তেজনা ছড়িয়ে পড়লো।
https://www.youtube.com/watch?v=E0L5ZTul0yc
Sponsored Ads
Display Your Ads Hereএই দুর্ঘটনাকে কেন্দ্র করে স্থানীয়রা প্রায় আধ ঘন্টা ধরে দেহ আটকে গুসকরা মানকর রাস্তা অবরোধ করেন।
Sponsored Ads
Display Your Ads Herehttps://www.youtube.com/watch?v=QuDi2HZ1Eu8
পুলিশসূত্রে জানা গেছে, মৃতের নাম অজিত লোহার। বয়স ৩৫ বছর। বাড়ি গুসকরা পুর এলাকার সুশীলার লোহারপাড়ায়। অজিত গুসকরার একটি হিমঘরে গাড়ির চালক হিসাবে কাজ করতেন।
Sponsored Ads
Display Your Ads Here
সন্ধ্যার সময় অজিত সেই হিমঘর থেকে সাইকেল নিয়ে বাড়ি ফেরার পথে গুসকরা মানকর রাস্তার ধাড়াপাড়ার কাছে একটি চারচাকার গাড়ি পিছন থেকে সজোরে ধাক্কা মেরে পালিয়ে যায়। আর অজিত ঘটনাস্থলেই প্রাণ হারান।
https://www.youtube.com/watch?v=fI3MShuZlM4
https://www.youtube.com/watch?v=E2KvokQaNuw
ঘাতক গাড়িটিকে অবিলম্বে খুঁজে বের করে আইনী ব্যবস্থা গ্রহণ করার পাশাপাশি যানবাহনের গতি নিয়ন্ত্রণের দাবীতে এলাকাবাসীরা রাস্তা অবরোধ করেন। যদিও পরে পুলিশী হস্তক্ষেপে অবরোধ উঠে যায়।
https://www.youtube.com/watch?v=77B2rP9TGRM
পুলিশ দেহটিকে উদ্ধার করে ময়নাতদন্তের জন্য বর্ধমান হাসপাতালে পাঠানোর সাথে সাথে ঘাতক গাড়িটিকে ও চালকের খোঁজে তল্লাশি শুরু করেছে।
https://www.youtube.com/watch?v=Yso_nm4FOA0