নিজস্ব সংবাদদাতাঃ বর্ধমানঃ জলের দাবী তুলে বর্ধমানের জামুড়িয়ায় এলাকার বাসিন্দারা জামুরিয়া থেকে রানীগঞ্জ যাওয়ার রাস্তা অবরোধ করে তুুুুমুল বিক্ষোভ দেখালেন।
ছ’নম্বর ওয়ার্ড মন্ডল পুর এলাকার বাসিন্দাদের অভিযোগ, “গত একটানা দশ দিন ধরে পানীয় জল না পাওয়ায় এলাকায় জল সংকট তৈরী হয়েছে”।
স্থানীয় বাসিন্দা লক্ষী জানান, “বেশ কয়েক বছর ধরেই এলাকায় জলের সমস্যা রয়েছে। বিগত দশ দিন ধরে ঘরে পানীয় জল আসছে না। যার জেরে রান্না, কাপড় কাচা ও বাসনপত্র ধোয়ার মতো নিত্যপ্রয়োজনীয় কাজ করতে প্রচুর অসুবিধা হচ্ছে”।
বর্তমানে এলাকার বাসিন্দারা পুকুর বা কুয়োর জলের উপর নির্ভরশীল। কিন্তু কয়েকদিন আগে নিম্নচাপের জেরে অতিবৃষ্টির ফলে সেই কুয়োর জলও একেবারে নোংরা হয়ে গেছে। যার ফলে এলাকা জুড়ে জল ঘটিত সংক্রমণের আশঙ্কা রয়েছে।
জামুরিয়া থানার পুলিশ এই ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে উপস্থিত হয়ে সমগ্র বিষয়টি খতিয়ে দেখে। পুলিশ আধিকারিকদের তরফ থেকে জানানো হয়েছে, আপাতত ট্যাংকারের মাধ্যমে জল সরবরাহ করা হচ্ছে।