নিজস্ব সংবাদদাতাঃ মালদাঃ সকাল ১১ টা নাগাদ পুরাতন মালদা পৌরসভার ১৮ নম্বর ওয়ার্ডের বাসিন্দারা পানীয় জলের দাবীকে পুরাতন মালদার সদরঘাট এলাকায় মালদা-নালাগোলা রাজ্য সড়ক অবরোধ করে বিক্ষোভ দেখান।
স্থানীয় সূত্রে জানা গেছে, দীর্ঘদিন থেকে এলাকার বাসিন্দারা পানীয় জলের সমস্যায় ভুগছে্ন। বারবার পৌরসভায় জানিয়েও কোনোরকম লাভ হয়নি। তাই বাধ্য হয়ে রাজ্য সড়ক অবরোধ করে বিক্ষোভ দেখান। অন্তত ৩০ মিনিট ধরে এলাকার বাসিন্দারা বিক্ষোভ দেখান।
Sponsored Ads
Display Your Ads HereHTML / JS Code
রাজ্য সড়কে অবরোধের জেরে এলাকায় ব্যাপক যানজটের সৃষ্টি হয়। মালদা থানার পুলিশ এই ঘটনার খবর পেয়ে পরিস্থিতি সামাল দিতে ঘটনাস্থলে এসে পৌঁছায়। এছাড়াও পুরাতন মালদা পৌরসভার প্রশাসক কার্তিক ঘোষ ঘটনাস্থলে উপস্থিত হন। কার্তিক ঘোষের আশ্বাসে প্রায় ৩০ মিনিট পর আন্দোলনকারীরা এই অবরোধ তুলে নেন।
Sponsored Ads
Display Your Ads HereHTML / JS Code