স্নেহাশীষ মুখার্জিঃ নদীয়াঃ বিএসএনএলের মোবাইল টাওয়ারে বজ্রপাত হওয়ার দরুন গত ১৫ দিন যাবৎ নদীয়ার রানাঘাট রথতলা সহব্ল বিস্তীর্ণ এলাকায় বিএসএনএল পরিষেবা একেবারেই ব্যাহত হয়ে পড়েছে।
https://www.youtube.com/watch?v=wfPlIqlkDLE
Sponsored Ads
Display Your Ads Herehttps://www.youtube.com/watch?v=y4XSAu8OT3w
Sponsored Ads
Display Your Ads Hereপ্রসঙ্গত করোনা আবহে যখন অনেককেই ওয়ার্ক ফর্ম হোম করতে হচ্ছে এছাড়া পড়ূয়াদের লেখাপড়ার জন্যও যেখান অনলাইন ক্লাসই ভরসা তখন একটানা ১৫ দিন মোবাইল পরিষেবা পুরোপুরি ব্যাহত হওয়ায় ছাত্র-ছাত্রীদের থেকে শুরু করে চাকরিজীবীরা সকলেই সমস্যার মধ্যে পড়েছেন।
Sponsored Ads
Display Your Ads Herehttps://www.youtube.com/watch?v=GgaZx-V-u0k
যদিও বিএসএনএল কর্তৃপক্ষের তরফ থেকে বিষয়টির দ্রুত সমাধান করা হবে বলে আশ্বাস দেওয়া হয়েছে। এখন এই মোবাইল পরিষেবা কত দিনে সচল হয় তার অপেক্ষাতেই এলাকার মানুষজন দিন গুনছেন।