নিজস্ব সংবাদদাতাঃ হুগলীঃ হুগলীর ব্যান্ডেলের দেবানন্দপুর গ্রাম পঞ্চায়েতের নিউ কাজিডাঙ্গা এলাকায় একমাস আগে তৈরী হওয়া ঢালাই রাস্তা ভেঙে গেল। ওই এলাকায় বেশ কিছু জমি প্লটিং করে বিক্রি করা হয়। সেখানেই কয়েকজন জমি কিনে বাড়ি তৈরী করছেন। সেই জমিতে যেতে অনেকটা ঘুর পথে যেতে হচ্ছে। তাই শর্ট রাস্তা বানাতে শুরু করে ওই জমির মালিকরা। রাস্তা তৈরি করতে একটি জলাশয়ের একটা অংশ ভরাট করতে হবে। তাই সদ্য তৈরি রাস্তার উপর দিয়ে ভর্তি ভাড়ি গাড়ি নিয়ে গিয়ে জলাশয় ভরাট হচ্ছিল। যার ফলে ভেঙে যায় রাস্তা।
এলাকার বাসিন্দারা নিষেধ করলেও শোনেনি ওই সব জমির মালিক। আজ বিকেলে খবর পেয়ে চুঁচুড়ার বিধায়ক অসিত মজুমদার সেখানে যান। তারা পঞ্চায়েতের কোন অনুমতিও নেয়নি। তাই বাধ্য হয়ে আজকে বিধায়ককে জানায়। এক জমি মালিক গোপাল সাউ বলেন, “আমরা ছয় সাত জন বন্ধু মিলে যখন জমি কিনি আমাদের বলা হয়েছিল ওটা রাস্তা। জলাশয়ের পাশ দিয়ে রাস্তা আছে। এখন দেখছি সেই রাস্তা ভেঙে গর্ত হয়ে বড় হয়ে গেছে। তাই নিজেরাই রাস্তা করে নিচ্ছিলাম। ওই জমিতে যেতে অনেক ঘুরতে হয়, তাই শর্টে এই রাস্তা করছিলাম।”
যদিও তিনি স্বীকার করে নেন তিনি পঞ্চায়েত বা সংশ্লিষ্ট দফতরের অনুমতি নেননি। বিধায়ক অসিত মজুমদার বলেন, “এরা মাফিয়া। সাধারণ মানুষ ভয় পায়, তাই কিছু বলতে পারেনা। আমি বিধায়ক আমিই ভয়ে থাকি। ওরা কি করে বলবে। তবে এবার সময় হয়েছে বিড়ালের গলায় ঘন্টা বাঁধার। যারা ওখানে গাড়ি ঢুকিয়ে ছিল তাদের রাস্তা ঠিক করে দিতে বলা হয়েছে। না করলে এফআইআর করা হবে।”