বন্ধ কারখানায় অগ্নিকাণ্ডের ঘটনায় উত্তেজিত এলাকাবাসী
নিজস্ব সংবাদদাতাঃ শিলিগুড়িঃ শিলিগুড়ির সেবক রোডে একটি কারখানায় অগ্নিকাণ্ডের ঘটনায় তুমুল চাঞ্চল্য ছড়িয়ে পড়ে।
স্থানীয় সুত্রে জানা গিয়েছে, লকডাউনের জন্য শিলিগুড়ির সেবক রোডের ইন্ডাস্ট্রিয়াল পার্কের কারখানাটি বন্ধ ছিল। হঠাৎ স্থানীয় বাসিন্দারা কালো ধোঁয়া দেখতে পেয়ে কারখানার মালিককে খবর দেন। কিন্তু মালিক পৌঁছানোর আগেই আগুন ভয়াবহ রূপ ধারণ করে কারখানাটিকে গ্রাস করতে থাকে।
দমকল কর্মীরা এই ঘটনার খবর পেয়ে দমকলের দুটি ইঞ্জিন নিয়ে ঘটনাস্থলে পৌঁছায়। প্রায় ঘন্টা দুয়েকের তীব্র প্রচেষ্টার ফলে আগুন নিয়ন্ত্রণে আসে। তবে দমকল বাহিনীদের তরফ থেকে প্রাথমিক ভাবে অনুমান করা হচ্ছে শকসার্কিট থেকে এই আগুন লেগেছে৷
দমকল আধিকারিকরা জানিয়েছেন, “আগুন লাগার কারণ তদন্ত করে জানানো হবে৷ কিন্তু এখনো ক্ষয়-ক্ষতির পরিমাণ জানা যায়নি”।