Indian Prime Time
True News only ....

নিত্যযাত্রীদের জন্যে বালিঘাট স্টেশনে লিফ্টের ভিত্তি প্রস্তর স্থাপন করলেন বাবুল

- Sponsored -

- Sponsored -

- Slide Ad -

 

অমিত জানা : হাওড়া : ৬২ টা সিঁড়ি ভেঙে উঠতে অসুবিধা হত সকলের । মা বোনেদের কালীমন্দিরে যেতেও   উঠতে হত এই ৬২ টা সিঁড়ি । পাশাপাশি অন্যান্য গন্তব্যস্থলে যাবার জন্য  নিত্যযাত্রীদের নিতে হত এই ঝক্কি । অবশেষে মানুষের এই সমস্যা সমাধান হতে চলেছে । কারন সেখানে   হাওড়ায় পূর্ব রেলওয়ের বালিঘাট  স্টেশনে বুধবার  দুটি লিফ্টের ভিত্তি প্রস্তর স্থাপন করলেন কেন্দ্রীয় মন্ত্রী বাবুল সুপ্রিয়। উপস্থিত ছিলেন শিয়ালদা ডিভিশনের ডিআরএম শৈলেন্দ্র প্রতাপ সিং, এছাড়াও উপস্থিত ছিলেন  বালির বিদায়ক বৈশালী ডালমিয়া সহ পূর্ব রেলওয়ের উচ্চপদস্থ আধিকারিকরা। আমন্ত্রীত থাকলেও অনুপস্থিত ছিলেন হাওড়ার সাংসদ প্রসূন বন্দ্যোপাধ্যায়। এই প্রজেক্ট এর মোট খরচ ৮০ লক্ষ টাকা।

- Sponsored -

- Sponsored -

- Sponsored -

- Sponsored -

যাত্রীদের কথা মাথায় রেখে এই দুটি লিফটের ব্যবস্থা। এক একটি লিফট ৮৮৪  কেজি  ওজন বহন করতে পারবে। একসঙ্গে ১৩  জন উঠতে পারবেন একটি লিফটে। কেন্দ্রীয় মন্ত্রী বাবুল সুপ্রিয় জানান, এই অনুষ্ঠানে সাংসদ প্রসূন বন্দ্যোপাধ্যায়ের নিমন্ত্রণ ছিলো। কিন্তু সাংসদ  না উপস্থিত হওয়ায় তিনি  অবাগ হয়েছেন। পাশাপাশি তিনি আরও বলেন এখানে দুটি লিফ্ট নির্মাণ হলে সাধারণ মানুষ উপকৃত হবেন। তবে এদিন সাংবাদিকদের খেলা হবে শ্লোগান সম্পর্কিত প্রশ্নের উত্তরে তিনি জানান, কিসের খেলা হবে। দশ বছর ছেলেখেলা করেছে । গণতন্ত্রের খেলা হবে না খুনোখুনির খেলা হবে ?

- Sponsored -

- Sponsored -

Get real time updates directly on you device, subscribe now.

- Sponsored -

- Sponsored -

- Sponsored