নিজস্ব সংবাদদাতাঃ জলপাইগুড়িঃ জলপাইগুড়ির বেলাকোবা এলাকায় চিতাবাঘ ও রেড পান্ডার চামড়া স্কুল ব্যাগে করে ভিন্দেশে পাচার করতে গিয়ে পুলিশের জালে তিন জন দুষ্কৃতী ধরা পড়েছে।
পুলিশ সূত্রে জানা গেছে, গোপন সূত্রের ভিত্তিতে বন দপ্তরের বেলাকোবা রেঞ্জের আধিকারিকরা খবর পেয়ে ওই এলাকায় অভিযান চালান। এরপর নেপালের নম্বর প্লেট লাগানো একটি বাইক দেখতে পান। ওই বাইকে তিন জনের কাছে তিনটি স্কুল ব্যাগ ছিল।
Sponsored Ads
Display Your Ads Here
বনকর্মীরা বাইকটির পিছু ধাওয়া করে শিলিগুড়ির পিডব্লিউডি মোড়ের কাছে বাইকটিকে আটক করেন। তারপর তল্লাশি চালিয়ে স্কুলব্যাগ থেকে একটি চিতাবাঘের চামড়া এবং দু’টি রেড পান্ডার চামড়া উদ্ধার করা হলে ওই তিন জন বাইক আরোহীকে গ্রেফতার করা হয়।
Sponsored Ads
Display Your Ads Here
ধৃতদের জেরা করে জানা যায়, ওই চামড়াগুলি নেপাল থেকে ভুটানে পাচারের উদ্দেশ্যে নিয়ে যাওয়া হচ্ছিল। ধৃতরা নেপালের বাসিন্দা ইকপু শেরপা, চন্দ্রপ্রসাদ চামজিং ও গোবিন্দ সুনবা লিম্বু। তবে এই ঘটনার পিছনে কোনো বড়ো চক্রের যোগসাজশ রয়েছে কি না তা খতিয়ে দেখা হচ্ছে।
Sponsored Ads
Display Your Ads Here