নিজস্ব সংবাদদাতাঃ মুম্বইঃ আর মিরাকেল হলো না। আজ সকালবেলাই মুম্বইয়ের ব্রিচ ক্যান্ডি হাসপাতালে কিংবদন্তি বর্ষীয়ান অভিনেতা ধর্মেন্দ্র শেষ নিঃশ্বাস ত্যাগ করলেন। হাসপাতাল সূত্রে খবর, ধর্মেন্দ্র ভেন্টিলেশনে ছিলেন। চিকিৎসার জন্য আলাদা মেডিকেল বোর্ডও তৈরী করা হয়েছিল। প্রতি মুহূর্তে চিকিৎসকেরা কড়া নজর রাখছিলেন। উল্লেখ্য, গত ১১ ই নভেম্বর একইভাবে ধর্মেন্দ্রর মৃত্যু সংবাদ ছড়িয়ে পড়েছিল। কিন্তু তাঁর পরিবারের তরফে মৃত্যুর সংবাদ উড়িয়ে দেওয়া হয়। তবে এবার আর তা হল না। ধর্মেন্দ্রর মৃত্যুতে গোটা বলিউডে সহ বিনোদন জগতে শোকের ছায়া নেমে এসেছে।

গত কয়েকমাস ধরেই ধর্মেন্দ্রর বার্ধক্যজনিত কারণে অসুস্থ ছিলেন। শেষ সময় প্রথম পক্ষের স্ত্রী প্রকাশ কৌরের সাথেই থাকছিলেন। ধীরে ধীরে সুস্থও হচ্ছিলেন। সম্প্রতি রুটিন চেকআপের জন্যই হাসপাতালে ভর্তি ছিলেন। আগামী ৮ ই ডিসেম্বর ৯০ বছরে পা রাখার কথা ছিল। কিন্তু তার আগেই সব শেষ। অভিনেতার মৃত্যু যেন এক যুগের অবসান। একের পর এক হিট, মোটের ওপর ২৪৭টি ছবিতে দাপিয়ে কাজ করেছেন। ৮৯ বছর বয়স হলেও, এখনো বলিউডে দাপটের সাথে কাজ করে চলেছেন। জয়া বচ্চন ও শাবানা আজমির সাথে জুটি বেঁধে করণ জোহর পরিচালিত ‘রকি অউর রানি কি প্রেমে কাহানী’ ছবিতে ধর্মেন্দ্রর অভিনয় চোখে পড়ার মতো ছিল।

এমনকি, ২৪ শে নভেম্বর ধর্মেন্দ্রর পরবর্তী ছবি ‘ইক্কিস’ এর ঝলক প্রকাশ্যে এসেছিল। তবে অনুরাগীদের সেই ছবির মুক্তি আর দেখা হল না। এদিন অভিনেতার শেষযাত্রায় তাঁকে শ্রদ্ধা জানাতে অমিতাভ বচ্চন, অভিষেক বচ্চন, আমির খান সহ ইন্ডাস্ট্রির অনেকে উপস্থিত ছিলেন। ‘পবনহংস’ শ্মশানে ধর্মেন্দ্রর অন্ত্যেষ্টিক্রিয়া সম্পন্ন হয়। ধর্মেন্দ্রর মৃত্যুতে প্রযোজক-পরিচালক কর্ণ জোহর লিখেছেন, “একটা যুগের অবসান।”
Sponsored Ads
Display Your Ads Here









