Indian Prime Time
True News only ....

পুলিশী গাফিলতির জেরে লক্ষাধিক টাকার আম নষ্টের জেরে বিক্ষোভে ফেটে পড়ে লরি চালকরা

- sponsored -

- sponsored -

- Slide Ad -

নিজস্ব সংবাদদাতাঃ জলপাইগুড়িঃ এবার পুলিশী হয়রানির অভিযোগ তুলে ৩১ নম্বর জাতীয় সড়কের গোশালা মোড় সংলঘ্ন এলাকায় পুলিশকে ঘিরে কতিপয় লরি চালকরা পথ অবরোধ করলেন। এই পথ অবরোধকে ঘিরে জলপাইগুড়িতে তুমুল উত্তেজনা শুরু হলো।

লরি চালকদের অভিযোগ, “গতকাল রাতে শিলিগুড়ি থেকে আম বোঝাই লরি নিয়ে বারোভিসা যাচ্ছিলো। পথে গোশালা মোড়ে পুলিশ গাড়ি আটকায়। তারা বৈধ কাগজ দেখালেও গাড়ি আটকে রেখে দেয়”।

রাতভর অপেক্ষা ও বৃষ্টিতে ভিজে কয়েকলক্ষ টাকার আম নষ্ট হয়েছে। এরপর সকাল ৯ টা নাগাদ লরি চালকরা এই ঘটনার প্রতিবাদে পথ অবরোধ শুরু করেছে। লরি চালকদের প্রতিবাদের জেরে জাতীয় সড়কে জ্যাম হতে শুরু হয়েছে।

- Sponsored -

- Sponsored -

- Sponsored -

- Sponsored -

এরফলে ও সি ট্রাফিক পরিস্থিতি সামাল দিতে ঘটনাস্থলে এসে পৌঁছালে লরি চালকরা তাকে ঘিরেও বিক্ষোভ দেখাতে শুরু করে।

লরি চালকদের দাবী, “উচ্চপদস্থ পুলিশ আধিকারিকদের ঘটনাস্থলে আসতে হবে। আম কিনে নিতে হবে। এর পাশাপাশি কথা শুনতে হবে। তা না হলে রাস্তা অবরোধ করে রাখা হবে”। অবশেষে আই সি এসে অভিযুক্ত পুলিশ কর্মীকে উপযুক্ত শাস্তি দেওয়া হবে এমন আশ্বাস দিলে অবরোধ উঠে যায়।

- Sponsored -

- Sponsored -

Get real time updates directly on you device, subscribe now.

- Sponsored -

- Sponsored -

- Sponsored