ব্যুরো নিউজঃ চীনঃ করোনা সংক্রমণ আটকাতে বিশ্বের মধ্যে প্রথম মুখে নেওয়ার করোনা টীকা চালু করল চীন। গতকাল ওই দেশের বাণিজ্য নগরী শাংহাইতে এই নয়া ভ্যাক্সিনেশন কর্মসূচী শুরু হয়েছে।
সরকারের দেওয়া তথ্য জানাচ্ছে, ইতিমধ্যেই যারা দু’টি টীকা নিয়েছেন, প্রথম পর্যায়ে তাদের ‘বুস্টার’ হিসাবে মুখে নেওয়ার টীকা বিনামূল্যে দেওয়া হচ্ছে। পরবর্তী পর্যায়ে প্রাথমিক ধাপের ভ্যাক্সিনেশনের জন্যও এই পদ্ধতি ব্যবহার করা হতে পারে বলে জানানো হয়েছে।
এর পাশাপাশি উন্নয়নশীল দেশগুলিতে দ্রুত টীকাকরণের ক্ষেত্রে এই পদ্ধতি কার্যকর হবে। এই পদ্ধতিতে এক জন ব্যক্তির ভ্যাক্সিনেশনের জন্য সর্বোচ্চ ২০ সেকেন্ড সময় লাগে। ফলে দ্রুততার ভিত্তিতে ভ্যাক্সিনেশন করা সম্ভব।
উল্লেখ্য, এখনো পৃথিবীর বড়ো অংশের মানুষের টীকাকরণ বাকি থাকায় বিজ্ঞানী ও চিকিৎসকরা আরো দ্রুত টীকাকরণ করতে চাইছেন। তাই সিরিঞ্জের মাধ্যমে প্রথাগত ভ্যাক্সিনেশনের সাথে ভারত সহ বিভিন্ন দেশে ইতিমধ্যেই সরল পদ্ধতিতে নাকে স্প্রের মাধ্যমে ভ্যাক্সিনেশন শুরু হয়েছে। আর সেই পথেই চীন আরো এক ধাপ এগিয়ে মুখে নেওয়ার টীকা চালু করেছে।