মিনাক্ষী দাসঃ কলকাতাঃ পূর্ব রেল কর্তৃপক্ষের পক্ষ থেকে নিত্যযাত্রীদের সুবিধার কথা চিন্তা করে এবার নতুন অ্যাপ আনা হয়েছে। অ্যাপটির নাম ‘শিয়ালদহ সাবার্বান ট্র্যাকিং সিস্টেম’। যা শুধু শিয়ালদা স্টেশন থেকে ট্রেনগুলি ঢোকা ও ছাড়ার সম্পর্কে তথ্য জানাবে। সাধারণ মানুষ এই নতুন অ্যাপের মাধ্যমে লোকাল ট্রেন সম্পর্কে যাবতীয় সমস্ত তথ্য পেয়ে যাবেন।
অ্যাপ উদ্বোধনের পর শিয়ালদহ ডিআরএম এসপি সিং জানান, “নতুন এই অ্যাপের মাধ্যমে সাধারণ মানুষের অনেকটাই সমস্যার সমাধান হবে। ট্রেন লেট করা সহ ট্রেন মিস করার মতো প্রায়শই এই ধরণের সমস্যার থেকে মুক্তি ঘটবে। আর এটি জিপিএস বেসড ইনফরমেশন হওয়ায় সঠিক তথ্যও পাওয়া যাবে”।
এখনো পর্যন্ত প্রায় ৫০ হাজারেরও বেশী মানুষ এই অ্যাপটি ডাউনলোডও করে ফেলেছেন। ইতিমধ্যেই এই অ্যাপটি নিত্যযাত্রীদের মধ্যে বেশ জনপ্রিয় হয়ে উঠেছে। আর এখনো যারা এই অ্যাপটি ডাউনলোড করেননি তারা যেকোনো অ্যানড্রয়েড ফোনের গুগল প্লে স্টোর থেকে ডাউনলোড করে নিতে পারবেন। তবে এই নতুন অ্যাপটি পেয়ে অত্যন্ত খুশী নিত্যযাত্রীরা।