নিজস্ব সংবাদদাতাঃ হাওড়াঃ যাত্রীদের সুবিধার্থে আজ বিকেলবেলা ৪ টে থেকে পরিবহণ দপ্তরের উদ্যোগে লঞ্চ পরিষেবা চালু হয়ে গেল। আপাতত হাওড়া থেকে কলকাতামুখী চারটি লঞ্চ চলবে। এতে নিত্যযাত্রীদের কিছুটা হলেও সুবিধা হবে বলে মনে করা হচ্ছে।
এর আগে আচমকাই হুগলী নদী জলপথ পরিবহণ সমবায় সমিতি এক দিনের নোটিশ জারি করে হাওড়া থেকে কলকাতামুখী লঞ্চ পরিষেবা বন্ধ করার কথা ঘোষণা করে। এতে হাজার হাজার নিত্যযাত্রী চরম ভোগান্তির মধ্যে পড়েন। ফলে তারা ক্ষোভ উগরে দেন। এরপরেই পরিবহণ দপ্তর মানুষের হয়রানির কথা মাথায় রেখে এদিন দুপুরবেলা থেকে আপাতত চারটি লঞ্চ চালু করার কথা ঘোষণা করে।
জানা গিয়েছে, হাওড়া থেকে বাবুঘাট, শোভাবাজার, বাগবাজার ও আহিরিটোলা রুটে লঞ্চ পরিষেবা চলবে। কিন্তু ফেয়ারলি এবং আর্মেনিয়ান ঘাট রুটের পরিষেবা বন্ধ থাকছে। তবে হুগলি নদী জলপথ পরিবহণ সমবায় সমিতির রক্ষণাবেক্ষনের দায়িত্বে থাকা দুলাল ভট্টাচার্য জানান, “খুব দ্রুত এই রুটেও লঞ্চ পরিষেবা চালু করা হবে।”
উল্লেখ্য, এদিন থেকে ২৪ শে ডিসেম্বর অর্থাৎ আগামী রবিবার পর্যন্ত কর্তৃপক্ষ রক্ষণাবেক্ষণের কারণ দেখিয়ে হুগলী নদী জলপথ পরিবহণ সমবায় সমিতির অধীনে হাওড়া ফেরিঘাট থেকে ফেরি পরিষেবা বন্ধ রাখার বিজ্ঞপ্তি জারি করেন। কিন্তু হঠাৎ করেই নিত্য পরিষেবা বন্ধ হওয়ায় বিভিন্ন জেলার বহু যাত্রী সমস্যায় পড়েছিলেন।