নিজস্ব সংবাদদাতাঃ জলপাইগুড়িঃ গভীর রাতেরবেলা জলপাইগুড়ির ধূপগুড়ির ব্লকের গয়েরকাটা শিলিগুড়ি রোড এশিয়ান হাইওয়ে উপর থেকে প্রায় ৫০ মিটার দূরে আচমকা নিয়ন্ত্রণ হারিয়ে একটি বোলেরো গাড়ি সোজা একটি বাড়িতে ঢুকে বাড়ির ভেতরের দেওয়াল ও গ্রিল ভেঙে শোয়ার ঘরের গেটে আটকে যায়।
এই ঘটনায় পরিবারের সদস্যরা প্রাণে রক্ষা পেলেও বাড়ির চারপাশের দেওয়াল এবং একাধিক জায়গা ফেটে যায়। আর গাড়ির উপরে ঘরের টিনের চাল উড়ে এসে পড়ে। এই ঘটনার জেরে বিকট শব্দে সমগ্র পাড়া কেঁপে ওঠে। সকলে ভূমিকম্প ভেবে বাড়ির বাইরে বেরিয়ে আসতেই গোটা বিষয়টি নজরে আসে।
ধূপগুড়ি থানার পুলিশ এই ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে এসে গাড়ির চালক ও সহযাত্রীকে আটক করে থানায় নিয়ে যায়। এই পুরো ঘটনায় বাড়ির মালিক ক্ষতিপূরণের দাবী করেছেন। তবে এই দুর্ঘটনার পর থেকে সমগ্র পরিবার সহ প্রতিবেশীরা ভবিষ্যৎ এর কথা ভেবে আতঙ্কে রয়েছেন।