নিজস্ব সংবাদদাতাঃ নয়া দিল্লিঃ গতকাল প্রবীণ বিজেপি নেতা তথা প্রাক্তন উপপ্রধানমন্ত্রী লালকৃষ্ণ আদবাণী গুরুতর অসুস্থ হয়ে দিল্লির অ্যাপোলো হাসপাতালে ভর্তি হয়েছেন। দীর্ঘ সময় ধরেই লালকৃষ্ণ আদবাণী অসুস্থ ছিলেন। বার্ধক্যজনিত সমস্যার কারণে হাসপাতালে ভর্তি করানো হয়েছে।
হাসপাতাল সূত্রে খবর, বর্তমানে লালকৃষ্ণ আদবাণীর শারীরিক অবস্থা স্থিতিশীল। আপাতত তাঁকে পর্যবেক্ষণে রাখা হয়েছে। অ্যাপোলো হাসপাতালের নিউরোলজি ডিপার্টমেন্টের সিনিয়র কনসালটেন্ট ডাক্তার বিনীত সুরির তত্ত্বাবধানে ভর্তি রয়েছেন। এই নিয়ে গত জুলাই মাস থেকে মোট চার বার হাসপাতালে ভর্তি করানো হয়েছে। এর আগেও অ্যাপোলো ও এইমসে ভর্তি হয়েছিলেন। উল্লেখ্য, ১৯২৭ সালের ৮ ই নভেম্বর লালকৃষ্ণ আদবাণী পাকিস্তানের করাচিতে জন্মগ্রহণ করেন। ১৯৪২ সালে তিনি রাষ্ট্রীয় স্বয়ংসেবক সঙ্ঘে যোগ দেন।
Sponsored Ads
Display Your Ads Here
পরে বিজেপির অন্যতম রূপকার হয়ে ওঠেন। লালকৃষ্ণ আদবাণীই বিজেপিতে সবথেকে বেশী সময়ের প্রেসিডেন্ট ছিলেন। ১৯৯৯ সাল থেকে ২০০৪ সাল পর্যন্ত উপ-প্রধানমন্ত্রী ছিলেন। অটল বিহারী বাজপেয়ীর নেতৃত্বে এনডিএ সরকারেও অন্যতম গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছিলেন। গত মাসেই লালকৃষ্ণ আদবাণী ৯৭ তম বর্ষে পা দিয়েছেন। তাঁর জন্মদিনে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এবং কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রী তথা বিজেপির সর্বভারতীয় সভাপতি জেপি নাড্ডা শুভেচ্ছা জানাতে গিয়েছিলেন। চলতি বছরের মার্চ মাসেই লালকৃষ্ণ আদবাণীকে দেশের সর্বোচ্চ সম্মান ভারত রত্নে পুরষ্কৃত করা হয়।
Sponsored Ads
Display Your Ads Here