নিজস্ব সংবাদদাতাঃ নয়া দিল্লিঃ গতকাল রাতে বিজেপির প্রবীণ নেতা তথা দেশের প্রাক্তন উপপ্রধানমন্ত্রী লালকৃষ্ণ আডবাণীকে অসুস্থ অবস্থায় দিল্লির এইমসে ভর্তি করানো হয়েছে। হাসপাতাল সূত্রে খবর, ৯৬ বছর বয়সী লালকৃষ্ণ আডবাণী বয়সজনিত সমস্যা নিয়েই ভুগছেন। যদিও তাঁকে ঠিক কি কারণে হাসপাতালে ভর্তি করানো হয়েছে তা জানা যায়নি।
হাসপাতালের তরফে লালকৃষ্ণ আডবাণীর অসুস্থতা সম্পর্কে বিশেষ কোনো তথ্য জানানো না গেলেও তিনি গেরিয়াট্রিক বিভাগে ভর্তি রয়েছেন। আপাতত চিকিৎসকদের পর্যবেক্ষণে রাখা হয়েছে। তবে বর্তমানে লালকৃষ্ণ আডবাণীর অবস্থা স্থিতিশীল রয়েছে বলে জানা গিয়েছে।
উল্লেখ্য, ১৯২৭ সালের ৮ ই নভেম্বর লালকৃষ্ণ আডবাণীর পাকিস্তানের করাচিতে জন্ম হয়েছে। ১৯৮০ সাল থেকে বিজেপির সভাপতি পদে ছিলেন। আর ১৯৯৯ থেকে ২০০৪ সালের মধ্যে অটলবিহারী বাজপেয়ী প্রধানমন্ত্রী থাকাকালীন দেশের স্বরাষ্ট্রমন্ত্রী ও উপপ্রধানমন্ত্রীও হয়েছিলেন। এরপর ২০২৪ সালের প্রথমেই ভারত সরকারের কাছ থেকে ভারতরত্ন পান।