Indian Prime Time
True News only ....

রাজ্যে প্রথম মহিলাদের জন্য চালু হচ্ছে লেডিস স্পেশাল বাস

- Sponsored -

- Sponsored -

- Slide Ad -

চয়ন রায়ঃ কলকাতাঃ সোম থেকে শনির প্রতিদিনের ব্যস্ত শহরে অফিসযাত্রীরা বাসে ভিড় ঠেলে যেতে গিয়ে একেবারে নাজেহাল হয়ে পড়ে। এর মধ্যে এই তীব্র গরমে অবস্থা আরো শোচনীয় হয়ে ওঠে। কিন্তু এবার মহিলা যাত্রীদের কষ্ট কিছুটা হলেও লাঘব হতে চলেছে। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় যেমন মেয়েদের সুবিধার্থে নানা প্রকল্প চালু করেছেন। এবার তেমনই মহিলাদের সুরক্ষা নিশ্চিত করতে মমতা বন্দ্যোপাধ্যায়ের উদ্যোগে আগামীকাল রাজ্যের পরিবহণমন্ত্রী স্নেহাশিস চক্রবর্তী হাওড়া থেকে এই বিশেষ বাসের উদ্বোধন করবেন।

বাসের সামনে লেডিস স্পেশাল লেখা থাকবে। মঙ্গলবারের পর থেকে প্রতিদিনই হাওড়া থেকে লেডিস স্পেশাল বাস ছাড়বে। জানা গিয়েছে, প্রতিদিন সকালবেলা ৯ টা ৩০ মিনিট ও ১০ টায় দু’টো লেডিস স্পেশাল বাস হাওড়া স্টেশন থেকে বালিগঞ্জের উদ্দেশ্যে চলবে। এসপ্ল্যানেড এবং গড়িয়াহাট হয়ে যাবে। আর এই বাসের ড্রাইভার ও কন্ডাক্টর দু’জনেই মহিলা হবে। ভাড়া ৮ টাকা থেকে ১১ টাকা হবে। স্কুল-কলেজ ও সরকারী শিক্ষা প্রতিষ্ঠানে কর্মরত মহিলাদের ক্ষেত্রে বিশেষ ছাড় থাকবে।

- Sponsored -

- Sponsored -

- Sponsored -

- Sponsored -

আপাতত দু’টি নন এসি বাস চালানো হবে। তবে ভবিষ্যৎ এ শিয়ালদহ থেকেও এই পরিষেবা চালু হতে পারে বলে পরিকল্পনা করা হচ্ছে। কিন্তু এর আগেও লেডিস স্পেশাল বাস চালানোর চেষ্টা করা হয়েছিল। যদিও তা ফলপ্রসূ হয়নি। তবে এই বাস চালু হলে পড়ুয়া থেকে শুরু করে চাকরীরতা মহিলারা অত্যন্ত উপকৃত হবেন।

- Sponsored -

- Sponsored -

Get real time updates directly on you device, subscribe now.

- Sponsored -

- Sponsored -

- Sponsored