নিজস্ব সংবাদদাতাঃ বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর পাশাপাশি বিজেপির বর্তমান সভাপতি সুকান্ত মজুমদার ও বিজেপির তাবড় নেতা অর্জুন সিংহের গড়েই ফুটল ঘাসফুল।
এবারের পুরভোটে সুকান্ত মজুমদার নিজের বাড়ি বালুরঘাটের ২২ নম্বর ওয়ার্ডে তৃণমূলের কাছে হাজার খানেক ভোটে হেরেছেন। অর্থাৎ নিজের পাড়াতেও তিনি গো-হারা হারলেন।
Sponsored Ads
Display Your Ads Hereএদিকে ব্যারাকপুরের বিজেপি সাংসদ অর্জুন সিংহের এলাকা ভাটপাড়ার ১৭ নম্বর ওয়ার্ডে বিজেপি প্রার্থী হয়েছিলেন সম্পর্কে অর্জুনের ভাইপো সৌরভ সিংহ। কিন্তু পুরভোটের ঠিক আগে বিজেপির মনোনয়ন প্রত্যাহার করে সৌরভ সিংহ তৃণমূলে যোগ দেওয়ায় ভোটের আগেই তৃণমূল বিনা প্রতিদ্বন্দ্বিতায় জিতে গিয়েছিল।
প্রসঙ্গত, মেদিনীপুরের বিজেপি সাংসদ দিলীপ ঘোষের এলাকার অর্থাৎ মেদিনীপুর ও খড়গপুর পুরসভা তৃণমূল দখল নিয়েছে। তবে দিলীপ ঘোষ পুর এলাকার বাসিন্দা নন। তাঁর আদি বাড়ি গোপীবল্লভপুরে। যদিও গত বছর বিধানসভা ভোটে বিজেপি সেখানে অবশ্য হেরে গিয়েছিল।
Sponsored Ads
Display Your Ads Here
পাশাপাশি পুরভোটে বিজেপির এমন ফলাফলে হতবাক বিজেপির শীর্ষ নেতৃত্ব বর্গ। ১০৮ টি পুরসভার ১০৮ টিতেই বিজেপির ভরাডুবি। অন্যদিকে শাসক শিবির ১০৮ টি পুরসভার ১০২ টি পুরসভাতে জয়ী হয়ে আবারও নজির গড়ে তুলল। এ যেন ২০২৪ সালের লোকসভা নির্বাচনকে লক্ষ্য করে এগিয়ে যাওয়া।