অনুপ চট্টোপাধ্যায়ঃ কলকাতাঃ নিয়োগ দুর্নীতি তদন্তে অন্যতম অভিযুক্ত তৃণমূল যুবনেতা কুন্তল ঘোষের সূত্রেই ‘কালীঘাটের কাকু’র নাম ভেসে উঠেছিল। কিন্তু আজ কুন্তল ঘোষকে হাসপাতালে স্বাস্থ্যপরীক্ষার জন্য নিয়ে যাওয়া হলে তখন সে কাকুকে চেনেন না জানান। আর ‘কালীঘাটের কাকু’ হিসাবে যে সুজয় ভদ্রকে নিয়ে চর্চা চলছে, তিনি ‘কালীঘাটের কাকু’ নন বলে দাবী করেন।
কিন্তু নিয়োগ দুর্নীতিকাণ্ডের আরেক অভিযুক্ত তাপস মণ্ডল এর আগে জেরায় সিবিআইয়ের (সেন্ট্রাল ব্যুরো অফ ইনভেস্টিগেশন) সামনে বলেন, ‘‘কুন্তল ঘোষই বলেন যে, কালীঘাটের এক কাকু বেআইনী নিয়োগের সব ব্যবস্থা করে দিচ্ছেন। এরপর খোঁজ নিয়ে জানা যায় কুন্তল সুজয় ভদ্র নামে এক জন ব্যক্তিকে ‘কালীঘাটের কাকু’ বলতেন।’’
এদিকে সুজয় ভদ্র বলেছেন, ‘‘তাঁকে ‘কালীঘাটের কাকু’ বলা হচ্ছে কেন, তা স্পষ্ট নয়। আর তাঁর কাছে নিয়োগ দুর্নীতিকাণ্ডে কোনো টাকা জমা পড়েনি।’’ অন্যদিকে কুন্তল ঘোষ অবশ্য এই প্রসঙ্গে জানিয়েছেন, ‘‘গোপাল দলপতিই নিয়োগ দুর্নীতিতে চাকরীপ্রার্থীদের কাছ থেকে তোলা যাবতীয় টাকা নিতেন।’’
এদিন অবশ্য কুন্তল ঘোষ, তাপস মণ্ডল ও নীলাদ্রি ঘোষকে এসএসকেএম হাসপাতালে স্বাস্থ্যপরীক্ষা করিয়ে আলিপুরে বিশেষ সিবিআই আদালতে তোলা হয়েছে।