অনুপ চট্টোপাধ্যায়ঃ কলকাতাঃ আজ সকালবেলা হলদিয়ায় কর্মসূচীতে যাওয়ার পথে আচমকা শিয়ালদহ স্টেশনের কাছে তৃণমূলের মুখপাত্র কুণাল ঘোষের গাড়িতে ধাক্কা মারল একটি বেসরকারী বাস।
তৃণমূলের রাজ্য সম্পাদক জানান, ‘‘স্টেশনের কাছে একটি বেসরকারী বাস অন্য বাসগুলিকে ওভারটেক করার সময় আচমকা বাসটি কুণাল ঘোষের গাড়িতে ধাক্কা মারে। বাসের মালিক ও চালক সম্পর্কে বিশদ তথ্য নিয়ে আইনানুগ পদক্ষেপ গ্রহণ করা হবে।’’
উল্লেখ্য যে, কুণাল ঘোষ গাড়িতে যে দিকে বসেছিলেন সেদিকের কাচই ভেঙে গিয়েছে। তবে কুণাল ঘোষ অক্ষতই রয়েছেন।