নিজস্ব সংবাদদাতাঃ উত্তরপ্রদেশঃ রবিবার উত্তরপ্রদেশের কুম্ভ মেলায় ভয়াবহ আগুনের রোষানলে পরে একের পর এক ক্যাম্প একেবারে ভস্মীভূত হয়ে গেল। গোটা মেলা চত্বর ধোঁয়ায় আচ্ছন্ন হয়ে গেল। এই ঘটনাকে কেন্দ্র করে ব্যাপক আতঙ্ক ছড়িয়ে পড়ে। তবে কোনো হতাহতের ঘটনা ঘটেনি। কিন্তু কুম্ভ মেলার সপ্তম দিনেই এই ভয়ঙ্কর দুর্ঘটনা ঘটে গিয়েছে।
সূত্রের খবর, মেলার উনিশ নম্বর সেক্টরের শাস্ত্রীয় ব্রীজের তলার একটি তাঁবু থেকেই আগুন ছড়ায়। রান্নার কাজ করার সময় আচমকা বিস্ফোরণ হতেই একের পর এক তাঁবুতে থাকা রান্নার গ্যাসগুলি ফাটতে শুরু করে। আর চারিদিক দাউ দাউ করে জ্বলে ওঠে। যার ফলে তুমুল উত্তেজনা তৈরী হয়। এই লেলিহান আগুনের প্রকোপে গীতা প্রেসের ক্যাম্পটিও একেবারে ধুলিসাৎ হয়ে যায়। এমনকি প্রায় পঁচিশটি তাঁবু জ্বলে পুড়ে ছারখার হয়ে যায়। সঙ্গে সঙ্গে দমকল বিভাগকে খবর দেওয়া হলে দমকল কর্মীরা খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে আগুন নেভানোর কাজ শুরু করেন।
প্রাথমিক ভাবে মনে করা হচ্ছে, রান্নার গ্যাস থেকে এই অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ অগ্নিকাণ্ডের খবর পেতেই ঘটনাস্থলে এসে পরিদর্শন করে যান। পাশাপাশি, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীও মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথকে ফোন করে মহাকুম্ভের পরিস্থিতি সম্পর্কে খোঁজ-খবর নিয়েছেন। উল্লেখ্য, গত ১৩ ই জানুয়ারী গঙ্গা, যমুনা ও সরস্বতীর মহাসঙ্গমের তীরে মহাকুম্ভের মেলা বসেছে। বারোটি পূর্ণকুম্ভ পেরিয়ে ১৪৪ বছর পর এই মহাকুম্ভ যোগ এসেছে।