নিজস্ব সংবাদদাতাঃ হিমাচল প্রদেশঃ আজ ভোরবেলা কুলুর আন্নি মহকুমার বুছের পঞ্চায়েতের খাদভি, তারালা ও সরাট গ্রামে ভয়ঙ্কর বৃষ্টিতে ব্যাপক ক্ষতি হয়েছে। আচমকা মেঘভাঙা বৃষ্টির জেরে স্থানীয় নদীর জলস্তর বেড়ে গিয়ে হড়পা বান দেখা দিয়েছে।
ইতিমধ্যে শহরের মধ্যে প্রবল স্রোতে জল ঢুকতে শুরু করেছে। কুলুর খাড়ভি, তরলা সহ ইত্যাদি এলাকা ভয়ঙ্কর ভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে। বেশ কিছু বাড়ির ভিত অবধি আলগা হয়ে গিয়েছে। জলের তোড়ে একাধিক গাড়ি ভেসে গিয়েছে।
Sponsored Ads
Display Your Ads Here
প্রবল বৃষ্টি ও হড়পা বানে বাড়ি থেকে চাষের জমির ব্যাপক ক্ষতি হয়েছে। আপেল এবং অন্যান্য ফসলের প্রচুর ক্ষয়ক্ষতি হয়েছে। তবে কোনো হতাহতের খবর পাওয়া যায়নি। ইতিমধ্যে বিপর্যয় মোকাবিলা বাহিনী কাজ করছে। স্থানীয় প্রশাসনও উদ্ধার কাজের জন্য এগিয়ে এসেছে।
Sponsored Ads
Display Your Ads Here
আবহাওয়া দপ্তর আগামী কয়েক দিনও হিমাচল প্রদেশের সমতল ও পার্বত্য অঞ্চলগুলিতে ভারী বৃষ্টির পূর্বাভাস জারি করেছে। যদিও গত কয়েক দিন থেকে হিমাচল প্রদেশের বিভিন্ন এলাকায় প্রবল মাত্রায় বৃষ্টি হচ্ছে। ফলে জনজীবন একেবারে বিপর্যস্ত হয়ে পড়েছে।
Sponsored Ads
Display Your Ads Here