নিজস্ব সংবাদদাতাঃ নদীয়াঃ চলতি বছর নদীয়ার কৃষ্ণনগর চাষাপাড়ার জগৎ বিখ্যাত বুড়িমার পুজো ২৫২ বছরে পদার্পণ করেছে। এই বছরে বুড়িমা আনুমানিক ১২ কেজি স্বর্ণালংকারে ভূষিত হয়েছেন। প্রতিবছরের ন্যায় এবারও বুড়িমাকে দেখতে লক্ষ লক্ষ দর্শনার্থী মণ্ডপে জমায়েত হচ্ছেন।
এই মন্দিরের তিন দিক দিয়ে প্রবেশের ব্যবস্থা থাকছে। অপ্রীতিকর পরিস্থিতি এড়াতে রাস্তায় পুলিশও মোতায়েন থাকছে। আপৎকালীন পরিস্থিতি সামাল দেওয়ার জন্য দমকল বাহিনী ও বিপর্যয় মোকাবিলা বাহিনী প্রস্তুত থাকছে। এছাড়া বাঁশের ব্যারিকেডও রয়েছে।
Sponsored Ads
Display Your Ads Here
এছাড়া মন্দির চত্বরে জেলা পুলিশের ক্যাম্পে অ্যাম্বুলেন্স, স্বেচ্ছাসেবী এবং মেডিকেল টিম রয়েছে। এই পুজোর ভোগে ৫০ কুইন্টাল গোবিন্দভোগ চাল, ১ হাজার ৪০০ কেজি ঘি, ২০০ কেজি দারচিনি ও কয়েক কুইন্টাল কাজু-কিশমিশ দিয়ে পোলাও রান্না করা হয়। তিন দিন আগে থেকে এই মহাপ্রসাদের মশলার প্রস্তুতি শুরু হয়েছে।
Sponsored Ads
Display Your Ads Here
পাঁচশো জন স্বেচ্ছাসেবক মহাভোগের জন্য মশলা তৈরী করেন। প্রায় ৩৫ হাজার ভক্ত কুপন কেটে এই মহাপ্রসাদ পান। ওই স্বেচ্ছাসেবীরা ভিড় নিয়ন্ত্রণের পাশাপাশি প্রসাদ বিতরণেও সাহায্য করবেন। উদ্যোক্তাদের দাবী, ‘‘এই পুজোর জন্য খরচ প্রায় ষাট লক্ষ টাকা হয়েছে।’’
Sponsored Ads
Display Your Ads Here