আজ কৃষ্ণনগরে পৌঁছাল কোভিশিল্ড
স্নেহাশীষ মুখার্জিঃ কৃষ্ণনগরঃ দীর্ঘ প্রায় এক বছর পর নদীয়ার কৃষ্ণনগরে কোভিড শিল্ড আসলো।গতকাল কলকাতা বাগবাজার থেকে সরাসরি কৃষ্ণনগরের সদর হাসপাতালে এসে পৌঁছালো বহু প্রতীক্ষিত করোনার ভ্যাক্সিন।
প্রাথমিকভাবে জানা গেছে, প্রথম দফায় সামনের সারিতে থাকা মোট ৩ কোটি স্বাস্থ্য কর্মীকে টীকাকরণ করা হবে। পরবর্তীতে আরো ২৭ কোটি টীকাকরণের ব্যবস্থা করা হবে। জেলায় স্বাস্থ্য কর্মীদের জন্য 34,500 ভ্যাক্সিন নিয়ে আসা হয়েছে। যা আগামী 16 ই জানুয়ারী শনিবার থেকে দেওয়া শুরু হবে।
নদীয়া জেলার মুখ্য স্বাস্থ্য আধিকারিক অপরেশ বন্দ্যোপাধ্যায় জানিয়েছেন, “আগামী 16 জানুয়ারী আমরা এই টীকাকরণ প্রক্রিয়া শুরু করব। প্রথমে স্বাস্থ্যকর্মীদের দিয়ে এই টীকাকরণ করানো হবে। তারপর বিভিন্ন সরকারী আধিকারিকদের এবং ব্লকে ব্লকে এই টীকাকরণের কাজ শুরু হবে”।