চয়ন রায়ঃ কলকাতাঃ অবশেষে কলকাতার পুলিশ বিতর্কিত মন্তব্যের জন্য বিজেপির সাসপেন্ডেড জাতীয় মুখপাত্র নূপুর শর্মার বিরুদ্ধে ‘লুক আউট’ নোটিশ জারি করেছে।
এর আগে নূপুর শর্মাকে কলকাতার আমহার্স্ট স্ট্রিট ও নারকেলডাঙা থানা সমন পাঠিয়ে হাজিরা দিতে বলেছিল। কিন্তু গত সোমবার কলকাতা পুলিশের কাছে হাজিরা দেওয়ার কথা থাকলেও ইমেলের মাধ্যমে জীবনের ঝুঁকি রয়েছে জানিয়ে কলকাতা পুলিশের কাছ থেকে চার সপ্তাহ সময় চেয়েছিলেন।
Sponsored Ads
Display Your Ads Here
তবে চার সপ্তাহ সময় পেরিয়ে গেলেও তিনি হাজিরা দেননি। তাই এবার লুকআউট নোটিশ জারি করা হয়েছে। নূপুর শর্মার বিতর্কিত মন্তব্যের পরে দেশের নানা প্রান্তে ক্ষোভের আগুন জ্বলে ওঠে। দিল্লি এবং মহারাষ্ট্রেও এই বিষয় অভিযোগ দায়ের হয় যার আঁচ বাংলাতেও পরে।
Sponsored Ads
Display Your Ads Here
এরপরে কলকাতা সহ রাজ্যের অনেক জায়গায় নূপুর শর্মার নামে এফআইআর জমা পড়ে। নারকেলডাঙা থানায় এমনই এক অভিযোগের ভিত্তিতে ২০ শে জুনের মধ্যে তাঁকে সশরীরে হাজিরা দিতে বলেছিল। ভারতীয় দণ্ডবিধির ৪১ এ ধারায় নোটিশ পাঠানো হয়েছিল। সেই হাজিরাই পিছিয়ে দেওয়ার আর্জি জানিয়েছিলেন।
Sponsored Ads
Display Your Ads Here
প্রসঙ্গত, এর আগে নূপুর শর্মার বিরুদ্ধে ঘৃণাভাষণের অভিযোগে তৃণমূলের রাজ্যের সংখ্যালঘু সেলের সাধারণ সম্পাদক তথা আইনজীবী আবু সোহেল পূর্ব মেদিনীপুরের কাঁথি থানাতেও একটি এফআইআর দায়ের করেন।
যেখানে নূপুর শর্মার বিরুদ্ধে হুমকি দেওয়া ও স্বেচ্ছায় শান্তিভঙ্গের প্ররোচনা দেওয়া সহ নানা ধারায় মামলা দায়ের করা হয়। এমনকি দ্রুত গ্রেফতার করা না হলে প্রয়োজনে সুপ্রিম কোর্টে আবেদন জানানোর হুঁশিয়ারিও দিয়েছেন।