রায়া দাসঃ কলকাতাঃ চাকরীহারা শিক্ষকদের দফায় দফায় বিক্ষোভে বিকাশ ভবন চত্বর উত্তাল হয়ে ওঠে। গতকাল যে পরিস্থিতির সূত্রপাত হয়, আজও শিক্ষা দপ্তরের সামনে একই ছবি দেখা যায়। গতকাল রাতেরবেলা পুলিশের বিরুদ্ধে লাঠিচার্জ করার অভিযোগ উঠেছে। যেখানে বেশ কয়েকজন শিক্ষক-শিক্ষাকর্মী গুরুতর আহত হন।
এবার এডিজি সাউথবেঙ্গল সুপ্রতিম সরকার গতকালের ঘটনার বর্ণনা দিয়ে জানান, “আন্দোলনকারীরা জোর করে গেট ভেঙে ঢুকে পড়ে। মূল চত্বরে ঢুকে পড়ে বিক্ষোভ দেখাতে শুরু করেন। তখনও পুলিশ কিছু বলেনি। অনেকেই বলেছেন, ‘অসহায় পুলিশ-দর্শক পুলিশ। কিন্তু পুলিশ সচেতনভাবে কিছু করেনি। পুলিশ আন্দোলনকারীদের আবেগের প্রতি পূর্ণ সহানুভূতি দেখিয়েছে।”
সুপ্রতিম সরকারের স্পষ্ট বক্তব্য, “পুলিশ ধৈর্য ধরেছে। সংযত থেকেছে। গেট ভাঙার সময়ও বলপ্রয়োগ করা হয়নি। সাত ঘণ্টা ধরে পুলিশ বুঝিয়েছে।” ওই চত্বরে পঞ্চান্নটি সরকারী অফিস আছে। সন্ধ্যার পর যখন সেই সব অফিসের কর্মীরা বেরোতে চান, তখন দেড়-দু’ঘণ্টা ধরে পুলিশ বারবার মাইকিং করেছে। অফিসের ভিতর থেকে প্যানিক কল আসতে থাকে। এরপরই পুলিশ বলপ্রয়োগ করে। চূড়ান্ত ধৈর্যের পরীক্ষা দেওয়া হয়েছে।”
Sponsored Ads
Display Your Ads Here