আগামী বুধবার গণেশপুজো। বাড়িতে গণেশ পুজো করা খুবই শুভ বলে মনে করা হয়। তাই অনেকেই বাড়িতে গণেশের আরাধনা করে থাকেন। জ্যোতিষশাস্ত্র অনুযায়ী, গণেশ পুজো করার সাথে সাথে যদি বিশেষ কিছু টোটকা পালন করা হয়, তা হলে সংসার সুখ-সমৃদ্ধিতে ভরে ওঠে।
টোটকাঃ ১) গণেশ চতুর্থীর দিন বাড়িতে গণেশ পুজো করার সাথে সাথে গণেশ যন্ত্রম স্থাপন করুন। এটি খুবই ফলদায়ী হয়।
২) যেকোনো কাজে সাফল্য পেতে গণেশ পুজো করতে হবে। সম্ভব হলে একটা তামার পাত্রে, তা না হলে যে কোনো পাত্রে দুটো বোঁদের লাড্ডু, একটা লবঙ্গ ও একটা সুপারী রেখে গণেশের কাছে অর্পণ করতে হবে। এছাড়া যেকোনো হলুদ মিষ্টি গণেশের খুব প্রিয়।
Sponsored Ads
Display Your Ads Here৩) গণেশ পুজোর সময় একটা পাত্রে একুশটি দূর্বা নিয়ে সেটিতে সামান্য হলুদ এবং সামান্য সিঁদুর মাখিয়ে গণেশকে নিবেদন করতে হবে।
৪) গণেশ পুজোর সময় ঠাকুরের আসনে যেখানে গণেশ ঠাকুর প্রতিষ্ঠা করা হয়েছে, সেখানে গণেশের ডান দিকে ও বাম দিকে একটা করে সুপারী, ঋদ্ধি এবং সিদ্ধির জপ করে রেখে দিতে হবে।
Sponsored Ads
Display Your Ads Here
৫) গণেশের শমীগাছ অত্যন্ত প্রিয়। তাই গণেশ পুজোর সময় শমীগাছের পাতা গণেশকে নিবেদন করা খুব শুভ।
৬) অখণ্ড আতপ চাল জলে কিছুক্ষণ ভিজিয়ে রেখে তারপর গণেশের চরণে অর্পণ করলে তিনি সন্তুষ্ট হন।
Sponsored Ads
Display Your Ads Here৭) গুড় ও খাঁটি ঘি গণেশ পুজোয় নৈবেদ্য দিয়ে, তারপর সেই নৈবেদ্য গোরুকে খাওয়ালে আর্থিক কষ্ট থেকে মুক্তি পাওয়া যায়। আর মোদক গণেশের নৈবেদ্যতে অবশ্যই রাখতে হবে।
৮) গণেশপুজোর সময় ‘ওম গণ গণপতয়ে নমঃ’ মন্ত্রটি অবশ্যই জপ করতে হবে।
৯) যারা এই দিন উপবাস রেখে পুজো করবেন তাদের অবশ্যই সকালে স্নান করতে হবে এবং বাড়িতে নিরামিষ খাবার রান্না করতে হবে।