ব্যুরো নিউজঃ বাংলাদেশঃ শাস্তি মকুবের পর গতকাল বিএনপি প্রধান তথা বাংলাদেশের প্রাক্তন প্রধানমন্ত্রী খালেদা জিয়া মুক্তি পেয়েছেন। এবার পাসপোর্টও পেয়ে গেলেন। আর গতকালই খালেদা জিয়ার পাসপোর্ট পুনর্নবীকরণ হয়ে গিয়েছে। ইতিমধ্যেই সেই পাসপোর্ট চিকিৎসাধীন বিএনপি নেত্রীর হাতে তুলে দেওয়া হয়েছে।
সূত্রের খবর, সে দেশের সাধারণ নাগরিকদের জন্য যে সবুজ রঙের পাসপোর্ট দেওয়া হয়, সেই পাসপোর্টই পেয়েছেন। উল্লেখ্য, বাংলাদেশে মোট তিন ধরণের পাসপোর্ট হয়। সবুজ রঙের পাসপোর্ট সাধারণের ব্যবহারের জন্য। নীল রঙের পাসপোর্ট (অফিশিয়াল পাসপোর্ট) সরকারী পদস্থ আধিকারিকদের জন্য ও লাল রঙের পাসপোর্ট (কূটনৈতিক পাসপোর্ট) দেশের প্রধানমন্ত্রী, রাষ্ট্রপতি এবং সাংসদরা ব্যবহার করেন।
Sponsored Ads
Display Your Ads Here
প্রসঙ্গত, বাংলাদেশের প্রধানমন্ত্রী থাকাকালীন অর্থাৎ ১৯৯১ সাল থেকে খালেদা জিয়া লাল পাসপোর্ট ব্যবহার করতেন। এরপর বিরোধী নেত্রী থাকাকালীনও তাই ছিল। কিন্তু ২০১৪ সালে বাংলাদেশ ভোটে প্রতিদ্বন্দ্বিতা না করায় ওই সময় থেকে খালেদা জিয়ার কূটনৈতিক পাসপোর্ট বাতিল হয়ে সাধারণ পাসপোর্টে পরিণত হয়। পাশাপাশি এও উল্লেখ্য, শেখ হাসিনা সরকারের আমলে তিনি দু’টি দুর্নীতির মামলায় দোষী সাব্যস্ত হওয়ায় সতেরো বছরের কারাদণ্ড হয়েছিল। আর ২০১৮ সাল থেকে জেলবন্দি ছিলেন। পরে ২০২০ সালের মার্চ মাস থেকে শারীরিক কারণে শর্তসাপেক্ষে গৃহবন্দি করা হয়েছিল।
Sponsored Ads
Display Your Ads Here