আজই আপনার অফিস ডেস্কে রাখুন গাছগুলি। সাফল্য আসবে নিশ্চিত

Share

অনেকেরই অফিস ডেস্কে গাছ রাখার শখ থাকে। আর কাজের জায়গা সুন্দর করে সাজানো থাকলে নিজের ভালো লাগে। ডেস্কের সৌন্দর্য বাড়ে। আর বাস্তুশাস্ত্র অনুযায়ী, অফিস ডেস্কে গাছ রাখলে সৌন্দর্য্যের পাশাপাশি মানসিক শান্তি ও ইতিবাচক শক্তি এনে দেয়। যা সহজে সাফল্য এনে দিতে পারে। তাই বাস্তু মতে কিছু নির্দিষ্ট গাছ অফিস ডেস্কে রাখলে আর্থিক উন্নতি, কাজে উদ্যম সহ ইতিবাচক পরিবেশ তৈরী হয়।

তুলসীঃ যদিও তুলসী গাছ ঘরে রাখার প্রচলন বেশী তবে অফিস ডেস্কের ছোটো পটে তুলসী রাখা যায়। এই গাছ পবিত্রতা, ইতিবাচক শক্তি এবং মানসিক স্বচ্ছতার প্রতীক। কাজের প্রতি নিষ্ঠা বাড়ায় ও সিদ্ধান্ত গ্রহণের ক্ষমতা উন্নত করে।

বাঁশ গাছঃ ফেং শুইয়ের মতে, “বাঁশ গাছ দীর্ঘায়ু, শান্তি এবং সমৃদ্ধির প্রতীক।” অফিস ডেস্কে ছোটো বাঁশ গাছ রাখলে কর্মজীবনে স্থিতিশীলতা আসে এবং নেতিবাচক শক্তি দূর হয়। এই গাছের ডাঁটা যত বেশী, তত বেশী সৌভাগ্যের ইঙ্গিত দেয়। উদাহরণস্বরূপ, দুই ডাঁটা প্রেম ও সমন্বয় বোঝায়, আর পাঁচ ডাঁটা স্বাস্থ্য এবং সম্পদ আনে।


মানি প্ল্যান্টঃ অফিস ডেস্কের জন্য সবচেয়ে জনপ্রিয় গাছ হলো মানি প্ল্যান্ট। নাম থেকেই বোঝা যায়, এই গাছ আর্থিক সমৃদ্ধি ও সৌভাগ্য আনে। কাজের প্রতি মনোযোগ বাড়ায় এবং টিমওয়ার্কে ইতিবাচক প্রভাব ফেলে। মানি প্ল্যান্ট দক্ষিণ-পূর্ব দিকে রাখলে সর্বাধিক ফলপ্রসূ হয়।

স্নেক প্ল্যান্টঃ অফিস ডেস্কে ছোটো আকারের স্নেক প্ল্যান্ট রাখা অত্যন্ত শুভ। এই গাছ বাতাসে থাকা বিষাক্ত উপাদান শোষণ করে পরিবেশ পরিষ্কার রাখে। মানসিক সতেজতা বাড়িয়ে কাজে মনোযোগ ধরে রাখতেও সাহায্য করে। আর নেতিবাচক শক্তি দূর করে ইতিবাচক শক্তি প্রবাহিত করে।


অ্যালোভেরাঃ অ্যালোভেরা গাছ শুধু সৌন্দর্য বাড়ানোর সাথে সাথে বাতাস পরিশোধনেও সাহায্য করে। এই গাছ অফিস ডেস্কে রাখলে মানসিক চাপ কমে যায়। কাজের গতি বাড়ে। ইতিবাচক শক্তি তৈরী হয়। এছাড়া অ্যালোভেরা সহজে যত্ন নেওয়া যায়। বেশী জায়গা নেয় না।

ছোটো ক্যাকটাসঃ অনেকে মনে করেন ক্যাকটাস রাখা অশুভ, কিন্তু ছোটো ক্যাকটাস অফিস ডেস্কে রাখলে এটি ইলেকট্রনিক ডিভাইস থেকে নির্গত রশ্মি শোষণ করে পরিবেশকে স্বাস্থ্যকর রাখে। তবে ছোটো ক্যাকটাস পূর্ব বা উত্তর দিকে রাখা ভালো।


টিউলিপ বা লিলিঃ ডেস্কে ফুল রাখতে চাইলে পিস লিলি খুবই শুভ। এই গাছ শান্তি, ইতিবাচকতা ও আধ্যাত্মিক শক্তির প্রতীক। টিউলিপ অফিসের চাপপূর্ণ পরিবেশে মনকে শান্ত করে, দ্বন্দ্ব কমায় এবং কর্মক্ষেত্রে সুসম্পর্ক বজায় রাখে।

Share this article

Facebook
Twitter X
WhatsApp
Telegram
 
October 2025
M T W T F S S
 12345
6789101112
13141516171819
20212223242526
2728293031