নিজস্ব সংবাদদাতাঃ উত্তরাখণ্ডঃ অনবরত বৃষ্টি ও ভারী তুষারপাতে কেদারনাথ যাত্রা ব্যাহত হয়েছে। মৌসম ভবন হিমালয় পর্বতমালা এবং সংলগ্ন এলাকায় গত কয়েক দিন ধরেই বৃষ্টি ও তুষারপাতের সম্ভাবনার কথা জানিয়েছিল। আগামী তিন দিনের জন্য কেদারনাথে আবহাওয়া সংক্রান্ত সতর্কতা জারি করা হয়েছিল।
এই পরিস্থিতিতে তুষারপাতের মাঝে পুণ্যার্থীদের যাত্রা থমকে গিয়েছে। বর্তমানে কেদারনাথে টানা তুষারপাত চলছে। রাস্তায় তিন থেকে চার ফুটের বরফ জমে গিয়েছে। সকাল সাড়ে ১০টার পর শোনপ্রয়াগ থেকে আর কেদারনাথের দিকে এগোতে দেওয়া হচ্ছে না। রাস্তা বন্ধ করে দেওয়া হয়েছে।
রুদ্রপ্রয়াগের জেলাশাসক ময়ূর দীক্ষিত পুণ্যার্থীদের কাছে যাত্রা স্থগিত রাখার অনুরোধ করে জানান, ‘‘যত দিন না আবহাওয়া আবার ঠিক হচ্ছে, যাত্রীরা যে যেখানে আছেন, প্রশাসনের তরফে সেখানেই থেমে যেতে বলা হয়েছে।’’
এছাড়া পুণ্যার্থীদের সুরক্ষার্থে প্রশাসনের তরফে জানানো হয়েছে, ‘‘সকল পুণ্যার্থীকে নিজেদের নিরাপত্তার স্বার্থে বিশেষ যত্ন নিতে হবে। জেলা প্রশাসনের সঙ্গে সহযোগীতাও করা উচিত। রাজ্য সরকার এবং জেলা প্রশাসন যে গাইডলাইন প্রকাশ করেছে, তা মেনে চলাই বাঞ্ছনীয়।’’
মৌসম ভবনের তরফে জানানো হয়েছে, আপাতত চলতি সপ্তাহে আবহাওয়ার উন্নতির সম্ভাবনা নেই। আগামী এক সপ্তাহ যাত্রা থমকে থাকবে। এই আবহাওয়ায় পুণ্যার্থীদের সামলাতে স্থানীয় প্রশাসনকেও হিমশিম খেতে হচ্ছে। আর যাত্রা আবার কবে শুরু করা যাবে, আপাতত তা অনিশ্চিত।