বিজেপি থেকে বিতারিত কপিল গুজ্জর

Share

নিজস্ব সংবাদদাতাঃ নয়া দিল্লিঃ একসময় কপিল গুজ্জর শাহিনবাগে সংশোধিত নাগরিকত্ব আইনের বিরুদ্ধে প্রতিবাদ মঞ্চের কাছে পুলিশের ব্যারিকেডের সামনে থেকে গুলি চালিয়েছিলেন। তারপর তাকে গ্রেপ্তার করে পুলিশ। আর সেই কপিল গুজ্জরকেই বিজেপিতে যোগ দেন।

সূত্রের খবর অনুযায়ী জানা যায়, বিজেপিতে গুজ্জরকে স্বাগত জানান গাজিয়াবাদের দফতরের সদস্যরা। গৈরিক দলে যোগদানের পর গুজ্জর বলেছেন, “বিজেপি একমাত্র দল যারা হিন্দুদের হয়ে কাজ করে। এজন্য তিনি এই দলে যোগ দিলেন”। তবে তাঁর এই যোগদানের কিছু সময়ের মধ্যেই তাঁকে দল থেকে বাদ দিয়ে দেওয়া হয়।

এই প্রসঙ্গে উত্তরপ্রদেশের গাজিয়াবাদে বিজেপির তরফ থেকে জানানো হয়েছে যে, “দলে যোগদানের সময় উপস্থিত ব্যক্তিদের সম্পর্কে তাঁদের কিছু জানা ছিল না। এছাড়া BSP থেকে কয়েকজন বিজেপিতে যোগ দিয়েছেন। আর তাঁদের মধ্যেই ছিলেন কপিল গুজ্জর। আমরা তাঁর বিতর্কিত শাহিনবাগ সংক্রান্ত ঘটনা সম্পর্কে অবগত ছিলাম না। পুরো ঘটনা জানার পর দলে তাঁর সদস্যপদ বাতিল করা হয়েছে”।

ফলে পুরো বিষয়টিকে নিয়ে কিছুটা হলেও রাজনৈতিক জল্পনার অবসান ঘটল।

Share this article

Facebook
Twitter X
WhatsApp
Telegram