এবার নিয়োগ দুর্নীতিতে জামিন পেলেন কল্যাণময় গঙ্গোপাধ্যায়

Share

চয়ন রায়ঃ কলকাতাঃ নিয়োগ দুর্নীতি মামলায় প্রাক্তন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়ের পর এবার মধ্যশিক্ষা পর্ষদের প্রাক্তন সভাপতি কল্যাণময় গঙ্গোপাধ্যায় জামিন পেলেন। আজ কল্যাণময় গঙ্গোপাধ্যায় কলকাতা হাইকোর্টে জামিনের আবেদন জানিয়েছিলেন। আজ হাইকোর্টের বিচারপতি তীর্থঙ্কর ঘোষ সিবিআইয়ের (সেন্ট্রাল ব্যুরো অফ ইনভেস্টিগেশন) করা মামলায় সেই আবেদন মঞ্জুর করেন। এর আগে নিয়োগ দুর্নীতি মামলায় সুবীরেশ ভট্টাচার্য ও শান্তিপ্রসাদ সিনহাও জামিন পেয়েছেন।

২০১৬ সালের এসএসসি-র নিয়োগে যে দুর্নীতির অভিযোগ ওঠে, তাতে কল্যাণময় গঙ্গোপাধ্যায়ের হাত ছিল বলে সিবিআই অভিযোগ করে। সে সময়ে মধ্যশিক্ষা পর্ষদের সভাপতির দায়িত্বে ছিলেন কল্যাণময়।  ২০১২ সালে মধ্যশিক্ষা পর্ষদের অ্যাডহক কমিটির প্রশাসক হন তিনি। ২০২২ সালের ২২জুন ওই পদে তাঁর মেয়াদ শেষ হয়। তারপরই নিয়োগ দুর্নীতি মামলায় তাঁকে গ্রেফতার করে সিবিআই। এদিকে, ইডিও কল্যাণময়ের বিরুদ্ধে আর্থিক তছরুপের মামলাও দায়ের করে।

এসবের বিরুদ্ধে কল্যাণময়ের বিরুদ্ধে আরও অভিযোগ ওঠে, তিনি  মধ্যশিক্ষা পর্ষদের সভাপতির পদ জবরদখল করে রেখেছিলেন।  প্রথমে ওই পদে থাকার বয়ঃসীমা ৬০ থেকে বাড়িয়ে ৬৫ করেছিল স্কুল শিক্ষা দফতর। তার পর ৬৫ থেকে বাড়িয়ে ৬৮ করা হয়।  অভিযোগ, কল্যাণময়ের ৬৮ বছর বয়স পেরিয়ে যাওয়ার পরও একই বেতনে ওই পদে বহাল ছিলেন।


২০১৬ সালের এই প্যানেল, যা নিয়ে এত বিতর্ক। সুপ্রিম কোর্টের নির্দেশে এক লহমায় চাকরি হারিয়েছেন ২৬ হাজার চাকরিপ্রার্থী, সেই দুর্নীতিতেই  নাম জড়িয়েছিল কল্যাণময়ের বিরুদ্ধে। সম্প্রতি তার পরীক্ষা হয়েছে, একাদশ দ্বাদশের ফলও বেরিয়েছে। কিন্তু তাতেও এখন ভেরিফিকেশনের কল পাননি যোগ্য চাকরিহারাদের অধিকাংশ। তাঁরা আজও রাজপথে।


Share this article

Facebook
Twitter X
WhatsApp
Telegram
 
November 2025
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930