Indian Prime Time
True News only ....

কেন্দ্রীয় বঞ্চনার অভিযোগ তুলে সংসদ চত্বরে ক্ষোভ উগড়ে দিলেন কল্য়াণ বন্দ্যোপাধ্য়ায়

নিজস্ব সংবাদদাতাঃ নয়া দিল্লিঃ গ্রামোন্নয়নের টাকা নিয়ে তৃণমূল বারবার কেন্দ্রীয় সরকারের বিরুদ্ধে বঞ্চনার অভিযোগ তুলেছে। খোদ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ও এই ইস্যুতে কেন্দ্রের সাথে যোগাযোগ করেছেন। এবার আজ ফের ওই ইস্যু নিয়ে তৃণমূল সাংসদ কল্য়াণ বন্দ্যোপাধ্য়ায় সংসদ চত্বরেই তীব্র ক্ষোভ উগড়ে দিলেন। এরপর কেন্দ্রীয় মন্ত্রীর উত্তর শুনে অসন্তুষ্ট তৃণমূল সাংসদরা সংসদ ছেড়ে বেরিয়ে যান।

এই বঞ্চনার ইস্যু নিয়েই তৃণমূল ২০২৬ সালের ভোট ময়দানে লড়তে চায়। এদিন দলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় এই অবস্থান স্পষ্ট করেছেন। আর তারপরই তৃণমূল লোকসভায় আক্রমণাত্মক হয়ে পড়েছে। সূত্রের খবর, এদিন সংসদের প্রশ্নোত্তর পর্বে তৃণমূল সাংসদ বাপি হালদার কেন্দ্রীয় গ্রামোন্নয়ন মন্ত্রী শিবরাজ সিং চৌহানের কাছে প্রশ্ন রেখেছিলেন যে, “গ্রামোন্নয়নের ক্ষেত্রে বাংলাকে কত টাকা দেওয়া হয়েছে?” লিখিত জবাবে কেন্দ্রীয় গ্রামোন্নয়নমন্ত্রী শিবরাজ সিং চৌহান যা জানান, “গত তিন বছরে MGNREGA তথা ১০০ দিনের কাজের জন্য কোনো টাকা দেওয়া হয়নি।”

এই জবাব পেয়েই তৃণমূল সংসদে বিক্ষোভ দেখিয়ে ওয়াকআউট করে বেরিয়ে যান। এরপর তৃণমূল সাংসদ কল্যাণ বন্দ্যোপাধ্য়ায় সংসদ চত্বরে দাঁড়িয়ে শিবরাজ সিং চৌহানকে কড়া ভাষায় আক্রমণ করে জানান, “ওরা সড়ক যোজনা, আবাস যোজনার টাকা দিচ্ছে না। বলা হচ্ছে, পঁচিশ লক্ষ টাকার প্রতারণা হয়েছে। যদি তাই হয়েও থাকে, তাহলে তাদের বিরুদ্ধে ‘ক্রিমিনাল কেস’ করুক। তাই বলে কোটি কোটি মানুষকে বঞ্চনা করা যায় না। বাঙালীর পেটে লাথি মারাটাই ওদের কাজ।”

Get real time updates directly on you device, subscribe now.