নিজস্ব সংবাদদাতাঃ হুগলীঃ আজ শ্রীরামপুরের তৃণমূল প্রার্থী তথা বিদায়ী সাংসদ কল্যাণ বন্দ্যোপাধ্যায় প্রচারে বেরিয়ে উত্তরপাড়ার তৃণমূল বিধায়ক তথা অভিনেতা কাঞ্চন মল্লিককে গাড়ি থেকে নামিয়ে দিলেন। অতঃপর কাঞ্চন মল্লিক প্রচার ছেড়ে বেরিয়ে গেলেন। পরে কল্যাণ বন্দ্যোপাধ্যায়ের দাবী, ‘‘কাঞ্চনকে দেখলেই গ্রামের মহিলারা ভীষণ রিয়্যাক্ট করছেন। তাই তাঁকে গ্রামে প্রচারে যেতে মানা করা হয়েছে।’’ কিন্তু কাঞ্চন মল্লিকের এই বিষয়ে কোনো প্রতিক্রিয়া পাওয়া যায়নি।
কল্যাণ বন্দ্যোপাধ্যায় দীর্ঘ দিনের সাংসদ। সেই অর্থে নির্বাচনের আগে দিনভর প্রচার করছেন। এদিনও কোন্নগরের স্টেশন রোডে তৃণমূলের পার্টি অফিসের সামনে থেকে প্রচারে বেরিয়েছিলেন। আর কোন্নগর নবগ্রাম পঞ্চায়েত এলাকায় জনসংযোগ চালানোই উদ্দেশ্য ছিল। হুড খোলা গাড়িতে তাঁর সাথে আরো কয়েক জনের পাশাপাশি কাঞ্চন মল্লিকও ছিলেন। কিন্তু কল্যাণ বন্দ্যোপাধ্যায় কাঞ্চন মল্লিককে প্রচারে থাকতে নিষেধ করায় সে কথা প্রচার গাড়ি ছেড়ে নেমে যান। এরপর এক জন দলীয় কর্মীর বাইকের পিছনে বসে সেখান থেকে বেরিয়ে যান।
Sponsored Ads
Display Your Ads Here
কল্যাণ বন্দ্যোপাধ্যায় এই প্রসঙ্গে বলেন, ‘‘উনি মনঃক্ষুণ্ণ হয়েছেন কি হননি, আমি জানি না। আমি ওঁকে নিয়ে আগেও প্রচার করেছি। যখন আমার সাথে প্রচারে বেরোচ্ছেন তখন গ্রামের মহিলারা কিন্তু ভীষণ রিয়্যাক্ট করছেন। আমি ওঁকে আগেই বলে দিয়েছিলাম, ‘গ্রামে এসো না।’ আর আমার সাথে প্রচারে শুধু কেন থাকছেন? এক জন বিধায়ক, তিনি তো নিজেও প্রচার করতে পারেন, তা তো করছেন না। আমি ব্যক্তিবিশেষের জন্য নই, আমি সমষ্টিগত মানুষের জন্য। এক জনের সুখের জন্য আমি সমষ্টিগত মানুষকে কষ্ট দিতে পারব না।’’
Sponsored Ads
Display Your Ads Here