অনুপ চট্টোপাধ্যায়ঃ কলকাতাঃ দেশের বিভিন্ন রাজ্যের পাশাপাশি এই রাজ্যেও করোনা সংক্রমণ লাফিয়ে লাফিয়ে বেড়ে চলেছে। আর রাজ্যের মধ্যে কলকাতাতে করোনা সংক্রমণের পরিমাণ হু হু করে বৃদ্ধি পেয়ে যাচ্ছে।
করোনা পরিস্থিতির জেরে রাজ্যের বহু মন্দিরের দরজাই আপাতত বন্ধ রয়েছে। তাই এই অবস্থায় ভক্তদের সুরক্ষার কথা মাথায় রেখে কালীঘাট মন্দিরের গর্ভগৃহে ভক্তদের প্রবেশে নিষেধাজ্ঞা জারি করা হল।
Sponsored Ads
Display Your Ads Here
কালীঘাট মন্দির কর্তৃপক্ষের তরফ থেকে জানানো হয়েছে যে, “গর্ভগৃহে ভক্তদের প্রবেশের অনুমতি না থাকলেও কালীঘাট মন্দির খোলা থাকবে। বাইরে থেকে দর্শনের ব্যবস্থাও থাকছে। আগামী ১১ ই জানুয়ারী থেকে ২৬ শে জানুয়ারী অবধি এই নিষেধাজ্ঞা জারি থাকবে। এই সময়ে শুধুমাত্র পালাদার ও সেবায়েতরা প্রয়োজনমতো মন্দিরের গর্ভগৃহে নিত্যপুজোর কাজ করতে পারবেন”।
Sponsored Ads
Display Your Ads Here
উল্লেখ্য যে, অনেকদিন বন্ধ থাকার পর গত বছরের ৩১ শে জুলাই ভক্তদের জন্য কালীঘাট মন্দিরের গর্ভগৃহ খুলে দেওয়া হয়। কিন্তু বর্তমানে করোনা পরিস্থিতির বাড়বাড়ন্তের জন্য পুনরায় কালীঘাট মন্দিরের গর্ভগৃহ বন্ধ করে দেওয়া হলো।
Sponsored Ads
Display Your Ads Here