নিজস্ব সংবাদদাতাঃ উত্তরপ্রদেশঃ ‘চাওয়ালা বাবা’, ‘আআইটি বাবা’, ‘মাসকিউলার বাবা’-র পর উত্তরপ্রদেশের প্রয়াগরাজের পূর্ণকুম্ভমেলায় এবার ‘কবুতর বাবা’ নজর কাড়ছেন। এই ‘বাবা’-কে নিয়েও পুণ্যার্থীদের মধ্যে চর্চা ও কৌতূহল তুঙ্গে।
‘কবুতর বাবা’ হলেন মহন্ত রাজপুরীজি মহারাজ। মাথার উপরে সর্বদা একটি সাদা রঙের পায়রা বসে আছে। গত ন’বছর ধরে এভাবেই মহন্ত রাজপুরীজি মহারাজের মাথার জটাতেই বাসা বেঁধে রয়েছে। আর এই কারণেই তিনি ‘কবুতর বাবা’ নামে পরিচিত হয়ে উঠেছেন। ‘কবুতর বাবা’ জানান, ‘‘তাঁর পায়রার নাম হরি পুরী। আট-ন’বছর ধরে এই পায়রাই আমার সব সময়ের সঙ্গী।’’ ‘কবুতর বাবা’-র মতে, ‘‘পায়রা প্রেম আর সদ্ভাবের প্রতীক।’’
Sponsored Ads
Display Your Ads Here
কুম্ভমেলা শুরু হতেই বেশ কয়েক জন ‘বাবা’-কে ঘিরে কৌতূহল আর উন্মাদনা তুঙ্গে। এর মধ্যে রয়েছেন ‘চাওয়ালা বাবা’। যিনি চা বিক্রি করেন না। তবে চা-ই পেট ভরানোর একমাত্র রসদ। আর তাই তিনি ‘চাওয়ালা বাবা’ নামে পরিচিত। এছাড়া জানা গিয়েছে, ৪১ বছর ধরে ‘চাওয়ালা বাবা’ মৌনী রয়েছেন। তবে যে বিষয়টি আরো নজর কাড়ছে তা হলো, এই ‘চাওয়ালা বাবা’ মেলা চত্বরে বসেই সিভিল সার্ভিস পরীক্ষার্থীদের বিনামূল্যে অনলাইনে শিক্ষাদান করছেন।
Sponsored Ads
Display Your Ads Here
অপর জন হলেন ‘আইআইটি বাবা’। এই নামের কারণ, তিনি দেশের নামী শিক্ষা প্রতিষ্ঠান ইন্ডিয়ান ইনস্টিটিউট অফ টেকনোলজি (আইআইটি) থেকে পড়াশোনা করেছেন। এরপর হাস্যমুখ ওই যুবা সাধু আধ্যাত্মিকতার পথ বেছে নিয়েছেন। অন্যদিকে, রাশিয়া থেকে আসা সাত ফুট উচ্চতার পেশীবহুল ‘বাবা’, পুণ্যার্থীদের কাছে ‘মাসকিউলার বাবা’ নামে পরিচিত।
Sponsored Ads
Display Your Ads Here