ব্যুরো নিউজঃ কফি খাওয়ার ইচ্ছা হলেই পাওয়া যাবে কফি। শুধু একটু হাসতে হবে। কিন্তু না হাসলে ক্যাফে খোলা থাকলেও ক্যাফের দরজা কিছুতেই খুলবে না। সে যতোই আপনি হাত দিয়ে ঠেলুন বা দরজাটি বাইরের দিকে টেনে ধরুন। কি অবাক হচ্ছেন? ভাবছেন কোথায় আছে এই ক্যাফে? হ্যাঁ অবাক হওয়ার মতোই কথা। এই আশ্চর্যকর ক্যাফে ইউরোপে রয়েছে। যেখানে গেলে শুধু হাসলেই ক্যাফের দরজা খুলে যাবে। সাথে বিনামূল্যে কফিও পাওয়া যাবে।
কিন্তু বুঝবেন কিভাবে এই রহস্যময় কথা? এই ক্যাফের কাচের দরজার বাইরের দিকে একটি কাগজ রয়েছে। কাগজে একটি হাসিমুখের ছবি এবং তাঁর উপরে লেখা, ‘‘হাসুন, তবেই দরজা খুলবে।’’ এমনকি বিনামূল্যে এক কাপ কফিও পাওয়া যাবে বলে লেখা ছিল সেই কাগজে। কাগজটি পড়ে মুখে হাসি ফুটে উঠল ওই ক্রেতার। তখনই ম্যাজিক! যেন তিনি ‘খুল জা সিম সিম’ বললেন এবং চোখের সামনে দরজাটি খুলে গেল।
Sponsored Ads
Display Your Ads Here
এক নেটব্যবহারকারী এমনই একটি ভিডিয়ো এক্স (সাবেক টুইটার) হ্যান্ডলে পোস্ট করে লিখেছেন, ‘‘এই ক্যাফের দরজায় একটি সেন্সর লাগানো রয়েছে। ক্রেতাদের মুখে হাসি দেখলে তবেই এই ক্যাফের দরজা খোলে।’’ ভিডিয়োয় বেশ কয়েক জন ক্রেতার হাসিমুখ ধরাও পড়েছে। এই অভিনব পন্থার জন্য নেটিজেনরা ক্যাফের মালিকের প্রশংসা করেছেন।
Sponsored Ads
Display Your Ads Here