নিজস্ব সংবাদদাতাঃ উত্তরপ্রদেশঃ চিকিৎসকদের উপর হামলার ঘটনা একের পর এক হয়েই চলেছে। এবার এ রাজ্যের পর উত্তরপ্রদেশের মিরাটে এক জন জুনিয়র চিকিৎসক নিগৃহীত হওয়ার প্রতিবাদে জুনিয়র চিকিৎসকরা কর্মবিরতি ঘোষণা করলেন। এছাড়া ইমার্জেন্সি পরিষেবাও বন্ধ রয়েছে। পাশাপাশি চিকিৎসকরা অভিযুক্ত গ্রেফতার না হলে ও হাসপাতালে ২৪ ঘণ্টা পুলিশী নিরাপত্তার ব্যবস্থা না হলে গণ ইস্তফা দেওয়ার হুঁশিয়ারী দিয়েছেন।
- Sponsored -
- Sponsored -
সূত্রের খবর, সোমবার রাতেরবেলা মিরাটের লালা লাজপত রাই মেডিকেল কলেজে এক জন মরনাপন্ন মহিলাকে নিয়ে আসা হয়। এরপর জুনিয়র চিকিৎসকরা ওই মহিলাকে পরীক্ষা করে মৃত বলে ঘোষণা করেন। তারপর রোগীর পরিবার চিকিৎসকদের উপরে চড়াও হন। আর বচসা চলাকালীন ভিড়ের মধ্যেই একজন অক্সিজেন সিলিন্ডার খোলার স্প্যানার দিয়ে মনীশ নামক এক জুনিয়র চিকিৎসকের মাথায় বেশ কয়েকবার আঘাত করেন।
এরপর অভিযুক্ত ঘটনাস্থল ছেড়ে পালিয়ে যেতেই জুনিয়র চিকিৎসকরা নিরাপত্তায় গাফিলতি এবং অভিযুক্তের অবিলম্বে শাস্তির দাবী জানিয়ে কর্মবিরতির ডাক দেন। আর হাসপাতালের গেটেই অবস্থান বিক্ষোভে বসে পড়েন। হাসপাতালের অধ্যক্ষ ডঃ আরসি গুপ্তা এই প্রসঙ্গে জানান, “এক জন জুনিয়র চিকিৎসককে মারধরের ঘটনার সাথে সাথে হাসপাতালে থাকা পুলিশ আউটপোস্টে অভিযোগ দায়ের করা হয়েছে। অভিযুক্তদের গ্রেফতারী না হওয়া অবধি চিকিৎসকরা কাজে ফিরতে নারাজ। তাদের বোঝানোর চেষ্টা চলছে।”