Indian Prime Time
True News only ....

পুলিশ কমিশনারের পদত্যাগের দাবীতে লালবাজার অভিযানে নামল জুনিয়র চিকিৎসকরা

- sponsored -

- sponsored -

অনুপ চট্টোপাধ্যায়ঃ কলকাতাঃ আর জি করে জুনিয়র চিকিৎসককে ধর্ষণ করে নির্মম হত্যাকাণ্ডের পর পঁচিশ দিন পার হয়ে গেছে। আর এর প্রতিকী প্রতিবাদে চিকিৎসক মহল থেকে শুরু করে শিল্পী মহল এমনকি সাধারণ মানুষ রোজ পথে নেমেছেন। আজ আবারও বিচারের দাবীতে জুনিয়র চিকিৎসকরা ‘লালবাজার অভিযানের’ ডাক দিয়েছেন। দুপুরবেলা ২টো থেকে এই মিছিল কলেজ স্কোয়্যার থেকে লালবাজারের উদ্দেশ্যে রওনা দিয়েছে। মূলত, কলকাতার পুলিশ কমিশনার বিনীত গোয়েলের পদত্যাগের দাবীতে এই কর্মসূচী চলছে।

এদিন আন্দোলনকারীরা মিছিলের মাঝেই হাতে হাত রেখে ব্যারিকেড গড়লেন। হাতে পতাকা নিয়ে সবার মুখে মুখে একই শ্লোগান, ‘ছিনিয়ে নিতে ন্যায়বিচার/ গোলাপ হাতে লালবাজার।’ আবার আন্দোলনকারীদের কারোর কারোর হাতে গোলাপ, রজনীগন্ধার তোড়া রয়েছে। যা লালবাজার পৌঁছে পুলিশের হাতে ফুল তুলে দেবেন। আর ব্যারিকেডে ফুলের মালা পরাবেন। এদিন জুনিয়র চিকিৎসকদের মিছিলে কামদুনি কাণ্ডের প্রতিবাদী মুখ টুম্পা কয়াল ও মৌসুমী কয়ালও হাঁটছেন।

- Sponsored -

- Sponsored -

- Sponsored -

- Sponsored -

এদিকে পুলিশ ‘নবান্ন অভিযান’ থেকে শিক্ষা নিয়ে আন্দোলনকারীদের আটকাতে বৌবাজারে লোহার গার্ডরেল বসিয়েছে। আর এই ব্যারিকেড আবার ভারী শিকলেও বাঁধা হয়েছে। পাশাপাশি বিবি গাঙ্গুলী স্ট্রিটেও প্রায় ন’ফুট সমান উচ্চতার গার্ডরেলের দেওয়াল তুলে তার পিছনে বাঁশের ব্যারিকেড দড়ি দিয়ে বেঁধে দেওয়া হয়েছে। অতিরিক্ত সিসিটিভি ক্যামেরাও লাগানো হয়েছে। অতএব, কড়া হাতে নিরাপত্তা ব্যবস্থা করা হয়েছে।

এদিকে মিছিল ফিয়ার্স লেনের মুখে আসতেই জুনিয়র ডাক্তারদের মিছিল আটকে দেওয়া হয়েছে। চারিদিকে পুলিশে পুলিশে ছয়লাপ চত্বর। তবু আন্দোলনকারী চিকিৎসকেরা থেমে থাকছে না। রাস্তার মাঝেই কুশপুতুল পোড়ানো হচ্ছে।

- Sponsored -

- Sponsored -

Get real time updates directly on you device, subscribe now.

- Sponsored -

- Sponsored -

- Sponsored