Indian Prime Time
True News only ....

জুনিয়র ডাক্তারদের ‘চিৎকার সমাবেশে’ উত্তাল ধর্মতলা

- Sponsored -

- Sponsored -

- Slide Ad -

অনুপ চট্টোপাধ্যায়ঃ কলকাতাঃ আজ জুনিয়র চিকিৎসকদের ডাকা ‘চিৎকার সমাবেশ’ এ ধর্মতলার মেট্রো চ্যানেলের সামনের চেনা ছবি একেবারে পাল্টে যায়। এই সমাবেশে জুনিয়র চিকিৎসক, সিনিয়র চিকিৎসক সহ বহু সাধারণ মানুষের জমায়েত হয়েছিল। গান, শ্লোগান ও পথনাটিকার মাধ্যমে সকলে বিচারের দাবীতে মুখরিত হয়ে উঠেছিল। অনেকের হাতে আবার জাতীয় পতাকা দেখা যায়। এছাড়া অনশনমঞ্চের চত্বর পোস্টার, ব্যানারে ঘিরে ছিল।

গত শুক্রবার জুনিয়র চিকিৎসকরা স্পষ্ট জানান, ‘‘তারা দাবীদাওয়া নিয়ে অনড়।’’ আর সরকারের তরফে কোনো ‘ইতিবাচক পদক্ষেপ’ না দেখে একাধিক কর্মসূচীর ঘোষণা করেন। গতকাল অনশনমঞ্চে মুখ্যসচীব, স্বরাষ্ট্রসচীর আসার পাশাপাশি মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে কথা বলে সোমবার নবান্নে বৈঠক স্থির হওয়ার পরেও এদিন এই সমাবেশ চলে। এদিন গণস্বাক্ষরও সংগ্রহ করা হয়। আবার জুনিয়র চিকিৎসকদের মধ্যে কেউ কেউ বক্তৃতাও করেন।

- Sponsored -

- Sponsored -

- Sponsored -

- Sponsored -

অনশনকারীদের মধ্যে স্পন্দন চৌধুরীকেও নিজের কথা জমায়েতের সামনে তুলে ধরতে দেখা যায়। উল্লেখ্য, সব ঠিকঠাক থাকলে আগামীকাল বিকেল ৫টায় মমতা বন্দ্যোপাধ্যায় জুনিয়র চিকিৎসকদের সাথে নবান্নের সভাঘরে বৈঠকে বসতে চলেছেন। এদিন জুনিয়র চিকিৎসকরা জানান, ‘‘তাঁরা নির্দিষ্ট সময়েই নবান্নে পৌঁছে যাবেন। কিন্তু রাজ্য যে অনশন তোলার শর্ত দিয়েছে, তা মানছেন না।’’ অর্থাৎ অনশনরত অবস্থাতেই বৈঠকে অংশগ্রহণ করবেন।

- Sponsored -

- Sponsored -

Get real time updates directly on you device, subscribe now.

- Sponsored -

- Sponsored -

- Sponsored