নিজস্ব সংবাদদাতাঃ মেদিনীপুরঃ স্যালাইন কাণ্ডে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বারো জন চিকিৎসককে সাসপেন্ড করেছেন। এর মধ্যে ছ’জন জুনিয়র চিকিৎসক আছেন। এবার ওই ছ’জন জুনিয়র চিকিৎসকের সাসপেনশনের সিদ্ধান্ত প্রত্যাহারের দাবীতে মেদিনীপুর মেডিকেল কলেজের জুনিয়র চিকিৎসকরা কর্মবিরতির ডাক দিলেন। আজ রাত থেকেই স্ত্রী রোগ ও অ্যানাস্থেশিয়া বিভাগে কর্মবিরতি শুরু হয়েছে। আগামীকাল সকালবেলা ৮ টা থেকে হাসপাতালের বাকি সব বিভাগেও জুনিয়র চিকিৎসকদের কর্মবিরতি শুরু হবে বলে জানানো হয়েছে।
আর এই সাসপেনশনের নির্দেশ প্রত্যাহার না করা অবধি এই কর্মবিরতি চলবে বলে এখানকার জুনিয়র চিকিৎসকরা হুঁশিয়ারী দিয়েছেন। উল্লেখ্য, এই ছ’জন সাসপেন্ডেড জুনিয়র চিকিৎসকরা হলেন, পূজা সাহা, জাগৃতি ঘোষ, ভাগ্যশ্রী কুন্ডু, মণীশ কুমার, মৌমিতা মণ্ডল এবং সুশান্ত মণ্ডল। এছাড়া হাসপাতালের সুপার, আরএমও সহ অন্য চিকিৎসকেরাও রয়েছেন। এই সাসপেন্ডের নোটিশের পরই এদিন বিকেলবেলা ৪ টে থেকে এই হাসপাতালের চিকিৎসকরা বৈঠকে বসেন। ৯.৩০ মিনিট নাগাদ এই বৈঠক শেষ হয়।
Sponsored Ads
Display Your Ads Here
এদিকে, রাতেরবেলা ৮টা নাগাদ অধ্যক্ষ মৌসুমী নন্দী অধ্যক্ষের ঘর ছেড়ে বেরিয়ে যাওয়ায় মৌসুমী নন্দীকে ইমেল করে কর্মবিরতির সিদ্ধান্তের কথা জানানো হয়।
Sponsored Ads
Display Your Ads Here