অনুপ চট্টোপাধ্যায়ঃ কলকাতাঃ আগামীকাল বুধবার গোরুপাচার মামলায় গ্রেফতার বীরভূমের তৃণমূল সভাপতি অনুব্রত মণ্ডলকে আসানসোলের সিবিআই আদালতে তোলার কথা। আর এরই মধ্যে আসানসোলের সিবিআইয়ের বিশেষ আদালতের বিচারক রাজেশ চক্রবর্তীর কাছে হুমকির চিঠি এসেছে।
চিঠিতে বলা হয়েছে, ‘গরু পাচার মামলা অনুব্রত মণ্ডলকে জামিন দিন, নয়তো সপরিবারকে এনডিপিএস কেস অর্থাৎ মাদক মামলায় ফাঁসানো হবে।’ চিঠিটির প্রেরক হিসেবে বাপ্পা চট্টোপাধ্যায়ের নাম লেখা আছে। গতকাল রাজেশ চক্রবর্তী জেলা জজকে বিষয়টি জানিয়েছিলেন। পরে কলকাতা হাইকোর্টের রেজিস্ট্রার জেনারেলকেও এই ব্যাপারে অবহিত করেছেন।

বিচারক এই প্রসঙ্গে লিখেছেন, ‘কিছুটা আশঙ্কার সাথে জানাচ্ছি, জনৈক বাপ্পা চ্যাটার্জি নামে এক জন ব্যক্তি এই আদালতের অফিসার ইনচার্জকে চিঠি দিয়ে হুমকি দিয়েছেন যে অনুব্রত মণ্ডলকে জামিন না দেওয়া হলে আমার পরিবারকে মাদক মামলায় ফাঁসানো হবে।’ যেখানে গোরুপাচার কাণ্ডে অনুব্রত মণ্ডলের বিরুদ্ধে আইনী প্রক্রিয়া যথাবিধি চলছে। সেখানে এই ধরণের ঘটনা সত্যি বিস্ময়কর।
Sponsored Ads
Display Your Ads Here