নিজস্ব সংবাদদাতাঃ বীরভূমঃ মকর সংক্রান্তির দিন বীরভূমে অনুষ্ঠিত জয়দেব কেন্দুলি মেলা এক ঐতিহ্যবাহী মেলা। কিন্তু এবার মারণ ভাইরাসের মারাত্মক ভয়াবহতার জেরে জয়দেব কেন্দুলি মেলা বন্ধ করা হল। শুধুমাত্র রাজ্য সরকারের কোভিড বিধিনিষেধ অনুযায়ী স্বল্প সংখ্যক মানুষকে নিয়ে অজয় নদীতে স্নান করার ব্যবস্থা থাকবে।
প্রতি বছর এই দিনে এখানে জয়দেব কেন্দুলি মেলা উপলক্ষে লক্ষাধিক মানুষের জমায়েত হয়। মেলা জুড়ে কীর্তনিয়া ও বাউল শিল্পীদের আখাড়াতে ভরে যায়। বোলপুরের মহকুমা শাসক অয়ন নাথ বলেন, “আপাতত মেলা স্থগিত করা হয়েছে। তবে আমরা রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী কোভিড বিধিনিষেধ মেনে অল্প কিছু সংখ্যক মানুষের স্নান করার ব্যবস্থা করা হবে বলে সিদ্ধান্ত নিয়েছি”।
করোনা পরিস্থিতির কারণে জয়দেব কেন্দুলি মেলা বন্ধ করার ফলে মেলায় বসা দোকানপাটের ব্যবসায়ী সহ দূরদূরান্তর থেকে আগত কীর্তনিয়া এবং বাউল শিল্পীরা খুব আর্থিক সংকটের মধ্যে পড়বেন।