অনুপ চট্টোপাধ্যায়ঃ কলকাতাঃ অপেক্ষার অবসান ঘটিয়ে আজ বোর্ডের তরফে একটি বিজ্ঞপ্তি দিয়ে জানানো হয়েছে, “২০২৫ সালের ২৭ শে এপ্রিল রবিবার পশ্চিমবঙ্গ জয়েন্ট এন্ট্রান্স পরীক্ষা নেওয়া হবে।” শীঘ্রই অনলাইন আবেদন প্রক্রিয়া শুরু হবে। পরীক্ষার জন্য আবেদন করতে হবে WBJEEB-এর অফিসিয়াল ওয়েবসাইট www.wbjeeb.in বা www.wbjeeb.nic.in -এ। বোর্ডের অফিসিয়াল ওয়েবসাইটে পরীক্ষার সময়সূচী ও অন্যান্য গুরুত্বপূর্ণ তথ্য আপলোড করা হবে।
পড়ুয়ারা জয়েন্ট পরীক্ষার মাধ্যমে রাজ্যের বিভিন্ন কলেজ এবং বিশ্ববিদ্যালয়ে প্রযুক্তি, ফার্মাসি, বিজ্ঞান, কৃষিবিদ্যা, ইঞ্জিনিয়ারিং, আর্কিটেকচার ইত্যাদি বিষয়ে ভর্তির সুযোগ পায়। পরীক্ষার ফর্ম পূরণ করার সময় সংশ্লিষ্ট সমস্ত শর্তাবলী ও প্রয়োজনীয় নথিপত্র যাচাই করে জমা দিতে হবে। প্রার্থীদের ডিজিটাল ফটোগ্রাফ, সমস্ত অ্যাকাডেমিক সার্টিফিকেটের স্ক্যান কপি সহ অন্য কাগজপত্র তৈরী রাখা উচিত। যাতে দ্রুত ওয়েবসাইটে আবেদনপত্র আপলোড করা যায়। অফলাইনে রাজ্যের বিভিন্ন কেন্দ্রে এই পরীক্ষা নেওয়া হবে।
প্রত্যেক বছর পড়ুয়ারা এই পরীক্ষার পর মেধাতালিকা এবং কাউন্সেলিংয়ের ভিত্তিতে নানা কলেজে নানারকম শাখায় ভর্তি হয়। উল্লেখ্য, একটি স্বীকৃত বোর্ড থেকে উচ্চ মাধ্যমিক পাশ করতে হবে। বাধ্যতামূলক বিষয় হিসেবে কেমিস্ট্রি ও ফিজিক্স, ম্যাথ বা বায়োলজি অথবা কম্পিউটার সায়েন্স কিংবা বায়োটেকনোলজি বা কম্পিউটার অ্যাপ্লিকেশন থাকবে হবে। পড়ুয়াদের তিনটি বিষয়ে মোট ৪৫ শতাংশ নম্বর পেতেই হবে। কিন্তু এসসি, এসটি, ওবিসি এবং পিডব্লিউডি বিভাগের প্রার্থীরা যোগ্যতা পরীক্ষার মোট নম্বরে পাঁচ শতাংশ ছাড় পাবেন।
এই বছর উচ্চ মাধ্যমিক পরীক্ষায় বসা পড়ুয়ারাও জয়েন্ট এন্ট্রান্স পরীক্ষার জন্য আবেদন করতে পারে। তবে গত বছরের তুলনায় চলতি বছর জয়েন্ট এন্ট্রান্স পরীক্ষায় আবেদনকারীর সংখ্যা বৃদ্ধি পেয়েছে। গত বছর যেখানে জয়েন্ট এন্ট্রান্স পরীক্ষায় ১ লক্ষ ২৮ হাজার ৯১৯ জন আবেদনকারী ছিল। সেখানে চলতি বছর ১ লক্ষ ৪২ হাজার ৬৯২ আবেদনকারী রয়েছে। অর্থাৎ চলতি বছর আরো ১৩ হাজার ৭৭৩ জন আবেদনকারীর সংখ্যা বেড়েছে।