‘৩০ শে মে চাকরীর বিজ্ঞপ্তি জারি করা হবে’, ঘোষণা মুখ্যমন্ত্রীর

Share

অনুপ চট্টোপাধ্যায়ঃ কলকাতাঃ সুপ্রিম কোর্টের নির্দেশ মেনে ৩১ শে মের মধ্যেই চাকরীর নোটিফিকেশন। তাই ৩০ শে মে ৪৪ হাজার ২০৩টি শূন্য পদে চাকরীর বিজ্ঞপ্তি জারি করা হবে। এর মধ্যে গ্রুপ সি ও গ্রুপ ডিও রয়েছে। পরে রিভিউ পিটিশনের নির্দেশ অনুযায়ী প্রক্রিয়ায় পরিবতন হতে পারে। ১৪ ই জুলাই চাকরীর আবেদনের শেষ দিন।

এদিন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় জানান, “আদালতে সরকার রায় পুনর্বিবেচনার আবেদন জানাবে। কিন্তু সুপ্রিম কোর্টে গরমের ছুটি থাকায় এখনো পুনর্বিবেচনার শুনানি হচ্ছে না। তাই শুনানি না হলে আগের রায়ই বহাল থাকে। তাই আগের রায় অনুযায়ী রাজ্য সরকার সুপ্রিম কোর্টের রায় মেনে পদক্ষেপ গ্রহণ করবে। আর সুপ্রিম কোর্টের নির্দেশ সকলকে মানতে হয়, সেই নির্দেশ মেনে রাজ্যকে সিদ্ধান্ত নিতে হবে।”

পাশাপাশি এও বলেন, “আমরা এতদিন ধরে অপেক্ষায় করছিলাম, আমরা কোনো পদক্ষেপ করছিলাম না। আমরা রিভিউ যেটা করেছিলাম সেটা আলোচিত হবে বলে তাই অপেক্ষা করছিলাম। তবে যেহেতু এখনো রিভিউটা হয়নি, অথচ আমাদের হাত বেঁধে দেওয়া হয়েছে, তাই বাধ্য হয়ে জানাচ্ছি ৩১ শে মের মধ্যে বিজ্ঞপ্তি প্রকাশ করব। আর রিভিউয়ের সম্ভাবনা খোলা রাখছি। আইন মেনে আমাদের এই কাজ করতে হচ্ছে। আর রিভিউয়ের অপশন আমাদের খোলা রাখতে হচ্ছে।”


“আর সুপ্রিম কোর্টের নির্দেশ মেনেই ২৪ হাজার ২০৩টি শূন্য পদ তৈরী হয়েছে। ওই ২৪ হাজার ২০৩টি পদে নতুন করে শিক্ষক নিয়োগ করা হবে। এছাড়া সরকার আরো কিছু নতুন পদ তৈরী করেছে। নবম শ্রেণী ও দশম শ্রেণীর জন্য ১১ হাজার ৫১৭টি শিক্ষক পদ তৈরী হয়েছে। একাদশ শ্রেণী এবং দ্বাদশ শ্রেণীর জন্য ৬ হাজার ৯১২টি শিক্ষক পদ তৈরী হয়েছে। এছাড়া গ্রুপ সির জন্য ৫৭১টি এবং গ্রুপ ডির জন্য ১০০০টি পদ তৈরী করা হয়েছে।

সব মিলিয়ে মোট ৪৪ হাজার ২০৩টি শূন্য পদে নিয়োগ করা হবে। নবম শ্রেণী ও দশম শ্রেণীর জন্য ২৩ হাজারের বেশী শিক্ষক নিয়োগ করা হবে। একাদশ শ্রেণী এবং দ্বাদশ শ্রেণীর জন্য ১২ হাজার ৫১৪ জন শিক্ষক নিয়োগ করা হবে। আর ২ হাজার ৯৮৯ জনকে গ্রুপ সি পদে নিয়োগ করা হবে ও ৫ হাজার ৪৮৮ জনকে গ্রুপ ডি পদে নিয়োগ করা হবে।”




Share this article

Facebook
Twitter X
WhatsApp
Telegram
 
August 2025
M T W T F S S
 123
45678910
11121314151617
18192021222324
25262728293031