অনুপ চট্টোপাধ্যায়ঃ কলকাতাঃ মাসিক রিচার্জ থেকে মুক্তি দিতে বার্ষিক রিচার্জের ক্ষেত্রে জিও এমন একটি দারুণ অফার চালু করেছে। যা কম দামে প্রায় পুরো এক বছরের সুবিধা এনেছে। ৩৫৯৯ টাকার বার্ষিক একটি প্ল্যানে প্রতিদিন ২.৫ জিবি ডেটা। তবে আসল চমক ৩৫ হাজার ১০০ টাকা মূল্যের জেমিনাই প্রো সাবস্ক্রিপশন। অর্থাৎ, প্রায় বিনামূল্যে ১৮ মাসের জন্য কৃত্রিম বুদ্ধিমত্তা ও ২ টিবি ক্লাউড স্টোরেজ ব্যবহার করা যাবে।

আবার মাত্র পাঁচশো টাকাতেও আঠেরো মাসের জেমিনাই প্রো ফ্রি পেতে পারেন। এই প্ল্যানে প্রতিদিন ২ জিবি ডেটার পাশাপাশি ইউটিউব প্রিমিয়াম, আমাজন প্রাইম এবং হইচইয়ের মতো প্ল্যাটফর্ম পাওয়া যাবে। এই সুবিধা পেতে মাই জিও অ্যাপে গিয়ে নিজের পছন্দের প্ল্যানটি রিচার্জ করলেই ওটিটি ও কৃত্রিম বুদ্ধিমত্তার অফারগুলি অ্যাক্টিভেট হয়ে যাবে। আঠেরো বছরের বেশী বয়সী গ্রাহকরাই জেমিনাই প্রো ব্যবহারের সুযোগ পাবেন বলে জানা গিয়েছে।










