চয়ন রায়ঃ কলকাতাঃ সিবিআই (সেন্ট্রাল ব্যুরো অফ ইনভেস্টিগেশন) তৃণমূলের বিধায়ক জীবনকৃষ্ণ সাহার ব্যবহার করা দু’টি মোবাইল ফোন উদ্ধার করেছে। এবার ওই ফোন ফরেন্সিক পরীক্ষার জন্য পাঠানোর অনুমতি চেয়ে সিবিআইয়ের বিশেষ আদালতে আবেদন করলে আদালত আবেদন মঞ্জুর করে দু’টি অ্যান্ড্রয়েড ফোনেরই ফরেন্সিক পরীক্ষা করানোর অনুমতি দিয়েছে।
এদিন সিবিআই আদালতে আর্জি জানায় যে, দু’টি ফোনের মধ্যে কি তথ্য রয়েছে তা জানার জন্য ফরেন্সিক পরীক্ষা করাতে হবে। আর আদালত থেকেও সেই অনুমতি পাওয়ায় দু’টি ফোন ফরেন্সিক পরীক্ষায় পাঠানো হচ্ছে। উল্লেখ্য, আড়াই দিন ধরে খোঁজার পর অবশেষে জীবনকৃষ্ণের জোড়া ফোন পাঁক থেকে উদ্ধার হয়েছে।
Sponsored Ads
Display Your Ads Here
কিন্তু সিবিআই পাঁকে ডুবে থাকা ফোনের হার্ডওয়্যারে সমস্যা হওয়া নিয়ে আশঙ্কাপ্রকাশ করছেন। এই প্রেক্ষিতে সফ্টওয়্যার বিশেষজ্ঞদের একটি অংশের মত, যদি হার্ডওয়্যার ঠিক থাকে তাহলে তথ্য পেতে অসুবিধা নেই। তবে ফোন চালু অবস্থায় কাদায় পড়লে আইসি নষ্ট হয়ে যেতে পারে। অতএব ফোন থেকে কোনো তথ্য উদ্ধার হওয়া সম্ভব কিনা এখন সেটাই দেখার বিষয়।
Sponsored Ads
Display Your Ads Here