চয়ন রায়ঃ কলকাতাঃ নিয়োগ দুর্নীতি কাণ্ডে গ্রেফতার মুর্শিদাবাদের বড়ঞার তৃণমূল বিধায়ক জীবনকৃষ্ণ সাহাকে চার দিনের সিবিআই হেফাজতে পাঠানো হয়েছে। অর্থাৎ আগামী ২১ শে এপ্রিল অবধি কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার হেফাজতে থাকবেন। আর জীবনকৃষ্ণের স্ত্রীকে এক দিন দেখা করার অনুমতি দেওয়া হয়েছে।
আজ সকালবেলা ১১ টা ৩০ মিনিট নাগাদ তিনি নিজাম প্যালেসে আসার পরেই সাংবাদিকরা জীবনকৃষ্ণকে পুকুরে ফোন ফেলে দেওয়ার কারণ জিজ্ঞাসা করলে কোনো উত্তর পাওয়া যায়নি। সিবিআই (সেন্ট্রাল ব্যুরো অফ ইনভেস্টিগেশন) আদালতে জীবনকৃষ্ণকে নিজেদের হেফাজতে নেওয়ার আবেদন জানিয়ে জানায়, “তিনি নিয়োগ দুর্নীতির সঙ্গে ওতপ্রোত ভাবে জড়িত।
Sponsored Ads
Display Your Ads Hereজীবনকৃষ্ণ উত্তরপত্র (ওএমআর শিট) কারচুপির মাধ্যমে যোগ্য চাকরীপ্রার্থীদের বঞ্চিত করে অযোগ্যদের চাকরী পাইয়ে দিয়েছেন।” এরপর জীবনকৃষ্ণের আইনজীবী পাল্টা সওয়ালে সিবিআইয়ের বিরুদ্ধে ফাঁসানোর অভিযোগ তুলে জামিনের আর্জি জানান। উল্লেখ্য যে, এদিন দুপুরবেলা জীবনকৃষ্ণের দ্বিতীয় ফোনটিও উদ্ধার হয়।